০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরে আরও তিনজনের করোনা পজিটিভ শনাক্ত

রাজবাড়ীমেইল ডেস্কঃ ফরিদপুরে সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিন জনের করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট ২৪ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হলো।

আক্রান্ত তিনজনের মধ্যে একজনের বাড়ি জেলার নগরকান্দা উপজেলায়, আরেকজন মধুখালী এবং অপরজন আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। এরমধ্যে আক্রান্ত টেকনিশিয়ান ছাড়া বাকি দুইজন সম্প্রতি ঢাকার মিরপুর থেকে বাড়ি ফিরে আসেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের জানান, ওই তিনজনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলো। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার ফরিদপুর মেডকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুর জেলার ১০০ এবং গোপালগঞ্জ জেলার ৭৭ জন রয়েছেন। এর মধ্যে নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ফরিদপুরে তিনজনের এবং গোপালগঞ্জের ছয় জনের পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফরিদপুরে আরও তিনজনের করোনা পজিটিভ শনাক্ত

পোস্ট হয়েছেঃ ০৮:০১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ ফরিদপুরে সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টেকনিশিয়ানসহ আরও তিন জনের করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ফরিদপুর মেডিকেল কলেজে স্থাপিত করোনা শনাক্তকরণ ল্যাব সূত্রে শুক্রবার বিকেলে এ তথ্য জানা গেছে। এ নিয়ে ফরিদপুর জেলায় মোট ২৪ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হলো।

আক্রান্ত তিনজনের মধ্যে একজনের বাড়ি জেলার নগরকান্দা উপজেলায়, আরেকজন মধুখালী এবং অপরজন আলফাডাঙ্গা উপজেলার বাসিন্দা। এরমধ্যে আক্রান্ত টেকনিশিয়ান ছাড়া বাকি দুইজন সম্প্রতি ঢাকার মিরপুর থেকে বাড়ি ফিরে আসেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামান সাংবাদিকদের জানান, ওই তিনজনের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

ফরিদপুর জেলা সিভিল সার্জন মো. ছিদ্দিকুর রহমান সাংবাদিকদের বলেন, ফরিদপুরে এ পর্যন্ত মোট ২৪ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হলো। তাঁদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

শুক্রবার ফরিদপুর মেডকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে মোট ১৭৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাঁদের মধ্যে ফরিদপুর জেলার ১০০ এবং গোপালগঞ্জ জেলার ৭৭ জন রয়েছেন। এর মধ্যে নমুনা সংগ্রহের পর পরীক্ষা শেষে ফরিদপুরে তিনজনের এবং গোপালগঞ্জের ছয় জনের পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।