Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. শিক্ষা

রাজবাড়ীতে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, স্মারকলিপি প্রদান

রাজবাড়ী মেইল ডেস্ক
২১ আগস্ট ২০২৪, ১০:২০ অপরাহ্ণ

Link Copied!

oplus_0

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের আলহাজ¦ আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ কবির উদ্দিনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ও স্মারকলিপি পেশে করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী এবং স্থানীয় অভিভাবকেরা।

বুধবার (২১ আগস্ট) দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এর আগে বিদ্যালয়ের শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থী ও অভিভাবকেরা বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে মাঠে জমায়েত হয়ে বিক্ষোভ মিছিল করতে করতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান করে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। এ সময় জেলা প্রশাসকের কয়েকজন প্রতিনিধির আমন্ত্রণের প্রেক্ষিতে শিক্ষার্থীরা জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি প্রদান করেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, প্রধান শিক্ষক কবির উদ্দিন ঘুষ বাণিজ্যের মাধ্যমে বিদ্যালয়ে শিক্ষক ও কর্মচারী নিয়োগ দিয়েছেন। এমনকি এসএসসি টেস্ট পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষা দেয়ার সুযোগ করে দেওয়ার কথা বলেও হাজার হাজার টাকা বাগিয়ে নেন। এছাড়াও তার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে বলে শিক্ষার্থীরা উল্লেখ করেন।

তারা আরো বলেন, ঘুষের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত কর্মচারীদের বরখাস্ত ও নিয়োগ বাণিজ্য বন্ধ করাসহ আমাদের ১২ দফা দাবি ছিল। কিন্তু প্রধান শিক্ষক এসব দাবি মেনে না নেওয়ায় আমরা তার পদত্যাগের দাবি করছি।

স্মারকলিপি হাতে পাওয়ার পর জেলা প্রশাসক আবু কায়সার খান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ক্লাসে ফিরে যাও, দ্রুতই তদন্ত সাপেক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগ প্রসঙ্গে আলহাজ্ব আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির উদ্দিনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

নুরাল পাগলার দরবারে হামলায় গ্রেপ্তার আতঙ্কে ইমাম-মুয়াজ্জিন, আতঙ্কিত না হতে বললো পুলিশ

রাজবাড়ীতে দরবারে হামলায় নিহতের ঘটনায় আরও দুইজন গ্রেপ্তার, দেড় কোটি টাকার স্বর্ণালংকার চুরি

রাজবাড়ীর পাংশায় দুই আ.লীগ নেতা, চেয়ারম্যান গ্রেপ্তার

নুরাল পাগলার দরবারে হামলায় নিহত রাসেলের পরিবারের হত্যা মামলা দায়ের, গ্রেপ্তার আরও ৪জন

নুরাল পাগলার দরবারে হামলাঃ নিরপরাধ কাউকে হয়রানি বা গণগ্রেপ্তার করা হবে না

কালুখালীতে দুই বন্ধু মিলে মোটরসাইকেল নিয়ে রেস করছিল, সংঘর্ষে দুই বন্ধু নিহত

রাজবাড়ীতে প্রথম আলো জিপিএ-৫ কৃতী সংবর্ধনাঃ ‘তোমরা সেরা স্বীকৃতি অর্জন করেছ, তোমরাই দেশ সেরা হবে’

রাজবাড়ীতে নুরাল পাগলার দরবারে থম থমে অবস্থা, পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা

রাজবাড়ীতে নুরুল হক দরবারে হামলা, পুড়িয়ে দেওয়া হলো লাশ, নিহত ১, পুলিশসহ আহত অর্ধশত

কয়েক ফুট উঁচুতে নুরুল হকের কবর, সংবাদ সম্মেলনে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

রাজবাড়ীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে পৃথক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

গোয়ালন্দে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা