০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পদ্মার ছোট এক ঢাই বিক্রি হলো সাড়ে ১৭ হাজারে

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাই মাছ সহজে চোখে পড়ে না। পদ্মার অনেক সুস্বাদু এই মাছ সহজে ধরাও পড়ে না। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সেলিমপুর এলাকার জেলে নুরাল হালদারের জালে ৭ কেজি ওজনের এই ঢাই মাছটি ধরা পড়ে।

মাছটি তিনি বিক্রির জন্য বৃহস্পিতবার ভোরে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের মোহন মন্ডলের আড়তে। সেখানে নিলামে ২,৫০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫০০ টাকায় পাইকারী দরে মাছটি কিনে নেন ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

শাজাহান শেখ বলেন, ঢাই মাছ সহজে পাওয়া যায় না। অনেক দিন পর ঢাই মাছ বাজারে দেখতে পেয়ে তিনিও নিলামে অংশ নেন। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। তিনি দাবী করেন, মাছটির ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। দাম ২,৭০০ টাকা কেজি দরে কিনেছেন। এখন ঢাই মাছটি বিক্রির জন্য ২,৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য দাম হাঁকছেন। তবে তিনি আশাবাদী এই মাছটি তিনি ১৯ থেকে ২০ হাজার টাকায় সহজেই বিক্রি করতে পারবেন। এ জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত জন, ব্যবসায়ী, আমলা, রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করছেন।

দৌলতদিয়া মাছ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়তদার মোহন মন্ডল প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি হয় ঢাই মাছের মতো মাছ। সাধারণত বড় আকারের ঢাই মাছ তরা পড়ে না। আজ ভোরে ৭ কেজি ওজনের ঢাই মাছটি রাজবাড়ীর চর সেলিমপুর থেকে বিক্রির জন্য আড়তে আনেন জেলে নুরাল হালদার। ২৫০০ টাকা কেজি দরে নিলামে পাইকারী দরে মাছটি শাজাহান শেখ কিনে নিয়েছেন। তিনি আরো বেশি দামে বিক্রি করবেন এটাই স্বাভাবিক।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব সহসা দেখা যায় না। তবে মাঝে মধ্যে ৭ থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ঢাই পাওয়া যায়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পদ্মার ছোট এক ঢাই বিক্রি হলো সাড়ে ১৭ হাজারে

পোস্ট হয়েছেঃ ০৪:২৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুন ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ঢাই মাছ সহজে চোখে পড়ে না। পদ্মার অনেক সুস্বাদু এই মাছ সহজে ধরাও পড়ে না। গতকাল বুধবার দিবাগত গভীর রাতে রাজবাড়ী সদর উপজেলার সেলিমপুর এলাকার জেলে নুরাল হালদারের জালে ৭ কেজি ওজনের এই ঢাই মাছটি ধরা পড়ে।

মাছটি তিনি বিক্রির জন্য বৃহস্পিতবার ভোরে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট বাজারের মোহন মন্ডলের আড়তে। সেখানে নিলামে ২,৫০০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫০০ টাকায় পাইকারী দরে মাছটি কিনে নেন ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ।

শাজাহান শেখ বলেন, ঢাই মাছ সহজে পাওয়া যায় না। অনেক দিন পর ঢাই মাছ বাজারে দেখতে পেয়ে তিনিও নিলামে অংশ নেন। এ সময় সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি মাছটি কিনে নেন। তিনি দাবী করেন, মাছটির ওজন ৭ কেজি ৫০০ গ্রাম। দাম ২,৭০০ টাকা কেজি দরে কিনেছেন। এখন ঢাই মাছটি বিক্রির জন্য ২,৮০০ থেকে ৩ হাজার টাকা কেজি দরে বিক্রির জন্য দাম হাঁকছেন। তবে তিনি আশাবাদী এই মাছটি তিনি ১৯ থেকে ২০ হাজার টাকায় সহজেই বিক্রি করতে পারবেন। এ জন্য তিনি ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের পরিচিত জন, ব্যবসায়ী, আমলা, রাজনৈতিক নেতাদের সাথে যোগাযোগ করছেন।

দৌলতদিয়া মাছ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি ও আড়তদার মোহন মন্ডল প্রথম আলোকে বলেন, পদ্মা নদীর মাছ এমনিতেই সুস্বাদু। তারপর যদি হয় ঢাই মাছের মতো মাছ। সাধারণত বড় আকারের ঢাই মাছ তরা পড়ে না। আজ ভোরে ৭ কেজি ওজনের ঢাই মাছটি রাজবাড়ীর চর সেলিমপুর থেকে বিক্রির জন্য আড়তে আনেন জেলে নুরাল হালদার। ২৫০০ টাকা কেজি দরে নিলামে পাইকারী দরে মাছটি শাজাহান শেখ কিনে নিয়েছেন। তিনি আরো বেশি দামে বিক্রি করবেন এটাই স্বাভাবিক।

গোয়ালন্দ উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এ ধরনের মাছ খুব সহসা দেখা যায় না। তবে মাঝে মধ্যে ৭ থেকে সর্বোচ্চ ১০ কেজি ওজনের ঢাই পাওয়া যায়।