০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে বেসরকারী সংস্থার ৪ জনসহ ৬ জন করোনা পজিটিভ

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে একটি বেসরকারী সংস্থার ৪জন সহ নতুন করে ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য বিভাগের হাতে এ ধরনের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ও আই.সি.টি ফোকাল পার্সন ডা. সামিউল হুদা জানান, গত ১১ জুলাই পাঠানো রিপোর্ট আজ মঙ্গলবার বিকেলে হাতে এসে পৌছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ৬ জনের মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। এছাড়া ৬জনের মধ্যে চার জন একই বেসরকারী সংস্থায় কর্মরত।

ছয়জন হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার একজন মহিলা (৪০), গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকার একজন পুরুষ (৫৫), পৌরসভার ১নম্বর ওয়ার্ড মাষ্টার পাড়ার একজন মহিলা (২৮) ও একই এলাকার আরেক মহিলা (৫০), ছোটভাকলা ইউনিয়নের একজন পুরুষ (৩১) ও দৌলতদিয়া এলাকার একজন পুরুষ (৩৮) রয়েছেন। এরা প্রত্যেকে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তবে এদের মধ্যে মাষ্টার পাড়ার ৫০ বছর বয়সী মহিলার শরীরে জ¦র ও ডায়রিয়া সহ করোনা উপসর্গ রয়েছে। বাকি কারোরই কোন উপসর্গ নাই।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গোয়ালন্দ উপজেলায় এ পর্যন্ত মোট ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট হাতে পাওয়া গেছে মোট ৫৪০ জনের। এরমধ্যে মোট ৬২ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ৪৯ জন এবং ১৩ জন বাড়িতে আইসোলেশনে এবং একজন ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মারা গেছেন ২ জন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে বেসরকারী সংস্থার ৪ জনসহ ৬ জন করোনা পজিটিভ

পোস্ট হয়েছেঃ ০৮:৪৭:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে একটি বেসরকারী সংস্থার ৪জন সহ নতুন করে ৬ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এর মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য বিভাগের হাতে এ ধরনের রিপোর্ট আসলে বিষয়টি নিশ্চিত করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ও আই.সি.টি ফোকাল পার্সন ডা. সামিউল হুদা জানান, গত ১১ জুলাই পাঠানো রিপোর্ট আজ মঙ্গলবার বিকেলে হাতে এসে পৌছে। এর মধ্যে ৬ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। ৬ জনের মধ্যে তিন জন পুরুষ এবং তিন জন মহিলা রয়েছেন। এছাড়া ৬জনের মধ্যে চার জন একই বেসরকারী সংস্থায় কর্মরত।

ছয়জন হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়ার একজন মহিলা (৪০), গোয়ালন্দ পৌরসভার জামতলা এলাকার একজন পুরুষ (৫৫), পৌরসভার ১নম্বর ওয়ার্ড মাষ্টার পাড়ার একজন মহিলা (২৮) ও একই এলাকার আরেক মহিলা (৫০), ছোটভাকলা ইউনিয়নের একজন পুরুষ (৩১) ও দৌলতদিয়া এলাকার একজন পুরুষ (৩৮) রয়েছেন। এরা প্রত্যেকে নিজ বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। তবে এদের মধ্যে মাষ্টার পাড়ার ৫০ বছর বয়সী মহিলার শরীরে জ¦র ও ডায়রিয়া সহ করোনা উপসর্গ রয়েছে। বাকি কারোরই কোন উপসর্গ নাই।

স্বাস্থ্য কর্মকর্তা আরো জানান, গোয়ালন্দ উপজেলায় এ পর্যন্ত মোট ৫৫৮ জনের নমুনা সংগ্রহ করা হলেও রিপোর্ট হাতে পাওয়া গেছে মোট ৫৪০ জনের। এরমধ্যে মোট ৬২ জনের করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। কোয়ারেন্টিনে আছেন ৪৯ জন এবং ১৩ জন বাড়িতে আইসোলেশনে এবং একজন ফরিদপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া মারা গেছেন ২ জন।