০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ফরিদপুরের পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তির ওফাৎ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, ফরিদপুর প্রেসক্লাবের সহ -সভাপতি, সিনিয়র সাংবাদিক মাহবুব পিয়াল এর শ্রদ্ধেয় দাদাজান, শহরের কমলাপুর তেঁতুল তলা নিবাসী আলেমেদ্বীন, পীর এ কামেল মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ৪৭তম ওফাৎ দিবস উপলক্ষে খাজা মঞ্জিলের মাজার প্রাঙ্গনে দোয়া, মিলাদ মাহফিল, জিকির আসগর ও সেজরা শরীফ পাঠের আয়োজন করা হয়।

রবিবার বাদ মাগরিব অনুষ্টিত মিলাদ, কিয়াম ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. সিদ্দিক আলী বিশ্বাস ও কমলাপুর চিশিতিয়া ভক্ত দরবার শরীফের পীর মো. ছকেলউদ্দিন আল চিশতী। এ সময় পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের পুত্র শেখ মো. আব্দুস সাত্তার, শেখ মো. সোহরাব হোসেন, শেখ মো. শাহাদত হোসেন আজম, শেখ মো. শাখাওয়াত হোসেন ছাকু এবং তার নাতি শেখ মো. মোশাররফ হোসেন মুসা, শেখ মো. শাহাবুদ্দিন, শেখ মো. মাইনুদ্দিন, শেখ মো. আবু ছাহের আলম, শেখ মো. আবু নাছির আলম, শেখ মো. মারুফ হোসেন সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. সিদ্দিক আলী বিশ্বাস। বাদ এশা শেজরা শরিফ পাঠ ও দোয়া পরিচালনা করেন শেখ মো. শাখাওয়াত হোসেন ছাকু ।

এছাড়াও পীর এ কামেল  মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ওফাৎ দিবস উপলক্ষে ফরিদপুরের ফুটপাতে পড়ে থাকা দুঃস্থ, অসহায়, মানসিক ভারসাম্যহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ফরিদপুরের পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তির ওফাৎ দিবসে দোয়া ও মিলাদ মাহফিল

পোস্ট হয়েছেঃ ০৬:২৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জুন ২০২৩

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান, ফরিদপুর প্রেসক্লাবের সহ -সভাপতি, সিনিয়র সাংবাদিক মাহবুব পিয়াল এর শ্রদ্ধেয় দাদাজান, শহরের কমলাপুর তেঁতুল তলা নিবাসী আলেমেদ্বীন, পীর এ কামেল মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ৪৭তম ওফাৎ দিবস উপলক্ষে খাজা মঞ্জিলের মাজার প্রাঙ্গনে দোয়া, মিলাদ মাহফিল, জিকির আসগর ও সেজরা শরীফ পাঠের আয়োজন করা হয়।

রবিবার বাদ মাগরিব অনুষ্টিত মিলাদ, কিয়াম ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. সিদ্দিক আলী বিশ্বাস ও কমলাপুর চিশিতিয়া ভক্ত দরবার শরীফের পীর মো. ছকেলউদ্দিন আল চিশতী। এ সময় পীর মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের পুত্র শেখ মো. আব্দুস সাত্তার, শেখ মো. সোহরাব হোসেন, শেখ মো. শাহাদত হোসেন আজম, শেখ মো. শাখাওয়াত হোসেন ছাকু এবং তার নাতি শেখ মো. মোশাররফ হোসেন মুসা, শেখ মো. শাহাবুদ্দিন, শেখ মো. মাইনুদ্দিন, শেখ মো. আবু ছাহের আলম, শেখ মো. আবু নাছির আলম, শেখ মো. মারুফ হোসেন সহ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।পরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মো. সিদ্দিক আলী বিশ্বাস। বাদ এশা শেজরা শরিফ পাঠ ও দোয়া পরিচালনা করেন শেখ মো. শাখাওয়াত হোসেন ছাকু ।

এছাড়াও পীর এ কামেল  মরহুম শেখ ছৈজদ্দিন আল চিস্তি আল নেজামী সাহেবের ওফাৎ দিবস উপলক্ষে ফরিদপুরের ফুটপাতে পড়ে থাকা দুঃস্থ, অসহায়, মানসিক ভারসাম্যহীন ক্ষুধার্ত মানুষের মাঝে খাবার বিতরন করা হয়।