নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির ত্রৈমাসিক সভা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মো. আমিরুল হক শামীম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. শরীফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর হোসেন প্রমুখ। সভায় ধূমপান বিরোধী কার্যক্রম জোরদারকরণে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলভাবে কাজ করার গুরুত্বারোপ করা হয়।