Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

রাজবাড়ীতে সভাঃ ঈদে ১০দিন নৌপথে বাল্কহেড, ৭দিন সাধারণ পণ্যবাহী গাড়ি ফেরি পারাপার বন্ধ

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ জুন ২০২৪, ৮:৫৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ ঈদুল আজহা উপলক্ষ্যে রাজবাড়ীর দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে চলাচলরত সকল জলযান সুষ্ঠুভাবে চলাচল, ঘাটের সুষ্ঠ ব্যবস্থাপনা, যাত্রীসাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে সভা অনুষ্ঠিত হয়। ঈদে এই দুই ঘাটে যাত্রী ও যানবাহন পারাপার নির্বিঘœ রাখতে ১৮টি ফেরি এবং ২০টি লঞ্চ চলাচল করবে। সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু কায়সার খান।

যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতকরণে ১৩ থেকে ২৩ জুন ১০দিন রাতের বেলায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সকল প্রকার বাল্কহেড চলাচল বন্ধ, যান চলাচল নিয়ন্ত্রণে ১৪ থেকে ২০ জুন পর্যন্ত কোরবানীর পশু, নিত্য প্রয়োজনীয় পচনশীল পন্যভাহী ট্রাক ব্যতীত সাধারণ ট্রাক ও কাভার্ডভ্যান ফেরি পারাপার বন্ধ থাকবে। কোরবানীর পশুবাহী ট্রাক পারাপারে নির্দিষ্ট ফেরির ব্যবস্থা করা, লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিতকল্পে মাছ ধরা বন্ধ, ফেরিঘাট, লঞ্চঘাট ও স্পীডবোট ঘাটসমূহে অতিরিক্ত ভাড়া আদায়, অতিরিক্ত যাত্রীবোঝাই নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা, বাস ও থ্রি-হুইলার চলাচলের রাস্তা নির্দিষ্ট করতে হবে।

নৌপথে ডাকাতি, চাঁদাবাজি, শ্রমিক ও যাত্রীদের হয়রানী প্রতিরোধে রাতে পুলিশ টহল ব্যবস্থা, যাত্রীদের যানমাল নিরাপত্তায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলা পুলিশ, নৌপুলিশ ও কোস্টগার্ড এর সমন্বয়ে ভিজিলেন্স টিম গঠন, নৌপথে ফিটনেসবিহীন নৌযান ও ফেরি চলাচল বন্ধ করা, আবহাওয়া সংকেত অনুসরণপূর্বক নৌযান পরিচালনাসহ রেকার ও ক্রেন রাখার সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার (৬ জুন) সকালে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সুবিধাভোগী দালালচক্র যাতে ঘাটে কৃত্রিম যানজট সৃষ্টি করতে না পারে সেদিকে কড়া নজর, যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চাঁদাবাজি, ছিনতাই, দালাল, পকেটমার, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য রোধে পুলিশ মনিটরিং, অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ ট্রাফিক ব্যবস্থা জোরদারের সিদ্ধান্ত হয়। কোরবানী পশু ক্রয়-বিক্রয় ও পরিবহনে চাঁদাবাজি না হয় সে লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর টহল বৃদ্ধি, ফেরিতে জুয়া খেলা বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়।

সভায় সিভিল সার্জন মো. ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, জেলা প্রাণীসম্পদের প্রশিক্ষণ কর্মকর্তা নুরুল ইসলাম তালুকদার, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্র, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, বিআইডব্লিউটিসি দৌলতদিয়ার ব্যবস্থাপক সালাহ উদ্দিন, বিআইডব্লিউটিএর উপসহকারী প্রকৌশলী সহিদুল ইসলাম ছাড়াও সড়ক পরিবহন মালিক গ্রুপ ও শ্রমিক ইউনিয়নের নেতারা বক্তব্য রাখেন।

অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার বলেন, ঈদে ঘাট দিয়ে যানবাহন এবং যাত্রী পারাপার নির্বিঘœ রাখতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। সকল ধরনের অপরাধ দমনে পাশাপাশি সাদা পোশাকের পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা চার স্তরে নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন।

জেলা প্রশাসক আবু কায়সার জানান, ১২ থেকে ১৬ জুন পর্যন্ত পাটুরিয়া থেকে দৌলতদিয়া ঘাটগামী এবং ১৮ থেকে ২২ জুন পর্যন্ত দৌলতদিয়া থেকে পাটুরিয়াগামী লঞ্চে কোন মালামাল পরিবহন করা যাবেনা। যাত্রী ও যানবাহন পারাপারের সুবিদার্থে এখন থেকে সকল ধরনের প্রস্তুতি নেয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে বর্ণাঢ্য আয়োজনে যুব দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

৫ দফা দাবিতে রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের চারদিন পর বরিশাল থেকে গাড়ি উদ্ধার, গ্রেপ্তার ২

রাজবাড়ীতে গৃহশিক্ষক ও গৃহবধুকে খুটির সঙ্গে বেধে নির্যাতনের অভিযোগ

প্রয়াত আব্দুল আজিজ সরদারের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

পাংশায় টিকিট কেটে নারী ফুটবল খেলা দেখতে দর্শকদের উপচে পড়া ভিড়

রাজবাড়ীতে ভয়াবহ এয়ার কম্প্রেসার বিস্ফোরণ, গুরুতর আহত মেকানিক

রাজবাড়ীতে দ্বিতীয় পদ্মাসেতু ও পদ্মা ব্যারেজ দুটোই হবে

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে মুরগিভর্তি গাড়ি ছিনতাইয়ের দুইদিন পর মামলা দায়ের, তিন দিনেও গ্রেপ্তার বা উদ্ধার নেই

রাজবাড়ীতে মিথ্যা অভিযোগ দিয়ে পুলিশ কনস্টেবলকে হয়রানির অভিযোগ

রাজবাড়ীতে প্রতিবন্ধীদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

রাজবাড়ীতে র‌্যাব পরিচয়ে চেকপোস্টে তল্লাশি, মুরগভির্তি গাড়ি ছিনতাই