০৬:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে সমাবেশে ৫ হাজার শ্রমিকের সাথে সাংসদের মধ্যাহ্নভোজ

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শুক্রবার শ্রমিক সমাবেশের আয়োজন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। শ্রমিক সমাবেশে প্রায় পাঁচ হাজার শ্রমিকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সাংসদ কাজী কেরামত আলীসহ উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে দুপুরের ভূড়িভোজ করেন।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর উদ্যোগে দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে। শুক্রবার জুম্মার নামাজের আগ থেকে সমাবেশ প্রাঙ্গনে দলে দলে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রায় পাঁচ হাজার শ্রমিকের বসার ব্যবস্থা করা হয়। তাদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার ব্যবস্থা করা হয়। একই সাথে তাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

রাজবাড়ী জেলা ট্রাক চালক শ্রমিকলীগ সভাপতি ও দৌলতদিয়া নৌযান শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, রাজবাড়ী জেলা আ.লীগ সদস্য ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্যা প্রমূখ।

শ্রমিক সমাবেশের সভাপতি তোফাজ্জল হোসেন তপু জানান, পাঁচ হাজার শ্রমিকের জন্য চারটি গরুর ১৬ মণ মাংস, ৩ মণ মুরগির মাংসের বিরানীর ব্যবস্থা করা হয়। সে সাথে মিষ্টান্ন হিসেবে দৈ রাখা হয়। বেলা সাড়ে তিনটা থেকে খাবার শুরু হয়। প্রায় ৬ হাজার নারী-পুরুষ শ্রমিক পেট ভরে খেতে পারেন।

সভায় গোয়ালন্দ বাজার থেকে আসা ভ্যান শ্রমিক আলমগীর হোসেন বলেন, এত মানুষের ভিড়ে খাবার খেতে একটু কষ্ট হলেও আয়োজন বেশ ভালই ছিল। অনেক দিন পর পেট ভরে গরুর বিরিয়ানী খাবার খেতে পেরেছি। সাথে ছিল বোতলজাত পানি আর এক কাপ দৈ।

সমাবেশে আসা গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্যা বলেন, একত্রে বসে এত মানুষের খাওয়া অনেকটা কঠিন। পরিবেশ মোটামুটি ভালই ছিল। খাবারের ব্যবস্থাও ভালো ছিল। তবে পরিবেশনের ক্ষেত্রে কিছুটা এলোমেলো হয়েছে। তারপরও এমপি মহোদয়ের আয়োজনকে ভালই বলতে হবে।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, শ্রমিকদের সাথে একত্রে বসে সহজে খাওয়া হয়না। দীর্ঘদিন পর শ্রমিকের সাথে একত্রে বসে দুপুরের খাবার খেলাম। যারা আয়োজনে স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামীতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সমাবেশে উপস্থিত শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে সমাবেশে ৫ হাজার শ্রমিকের সাথে সাংসদের মধ্যাহ্নভোজ

পোস্ট হয়েছেঃ ০৫:১৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় শুক্রবার শ্রমিক সমাবেশের আয়োজন করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। শ্রমিক সমাবেশে প্রায় পাঁচ হাজার শ্রমিকের জন্য দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়। সাংসদ কাজী কেরামত আলীসহ উপস্থিত নেতৃবৃন্দ শ্রমিকদের সাথে দুপুরের ভূড়িভোজ করেন।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলীর উদ্যোগে দেশরতœ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও সাফল্য বিষয়ক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করা হয় দৌলতদিয়া মডেল হাই স্কুল মাঠে। শুক্রবার জুম্মার নামাজের আগ থেকে সমাবেশ প্রাঙ্গনে দলে দলে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের সদস্যরা অংশ গ্রহণ করেন। প্রায় পাঁচ হাজার শ্রমিকের বসার ব্যবস্থা করা হয়। তাদের সাথে বীর মুক্তিযোদ্ধাদের জন্য বসার ব্যবস্থা করা হয়। একই সাথে তাদের জন্য দুপুরে খাবারের ব্যবস্থা করা হয়।

রাজবাড়ী জেলা ট্রাক চালক শ্রমিকলীগ সভাপতি ও দৌলতদিয়া নৌযান শ্রমিকলীগ সভাপতি তোফাজ্জল হোসেন তপুর সভাপতিত্বে শ্রমিক সমাবেশে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আকবর আলী মর্জি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাব, রাজবাড়ী জেলা আ.লীগ সদস্য ও গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, গোয়ালন্দ উপজেলা আ.লীগের সহসভাপতি এনায়েত হোসেন জাকির, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, উপজেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা গিয়াস, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্যা প্রমূখ।

শ্রমিক সমাবেশের সভাপতি তোফাজ্জল হোসেন তপু জানান, পাঁচ হাজার শ্রমিকের জন্য চারটি গরুর ১৬ মণ মাংস, ৩ মণ মুরগির মাংসের বিরানীর ব্যবস্থা করা হয়। সে সাথে মিষ্টান্ন হিসেবে দৈ রাখা হয়। বেলা সাড়ে তিনটা থেকে খাবার শুরু হয়। প্রায় ৬ হাজার নারী-পুরুষ শ্রমিক পেট ভরে খেতে পারেন।

সভায় গোয়ালন্দ বাজার থেকে আসা ভ্যান শ্রমিক আলমগীর হোসেন বলেন, এত মানুষের ভিড়ে খাবার খেতে একটু কষ্ট হলেও আয়োজন বেশ ভালই ছিল। অনেক দিন পর পেট ভরে গরুর বিরিয়ানী খাবার খেতে পেরেছি। সাথে ছিল বোতলজাত পানি আর এক কাপ দৈ।

সমাবেশে আসা গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্যা বলেন, একত্রে বসে এত মানুষের খাওয়া অনেকটা কঠিন। পরিবেশ মোটামুটি ভালই ছিল। খাবারের ব্যবস্থাও ভালো ছিল। তবে পরিবেশনের ক্ষেত্রে কিছুটা এলোমেলো হয়েছে। তারপরও এমপি মহোদয়ের আয়োজনকে ভালই বলতে হবে।

রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী বলেন, শ্রমিকদের সাথে একত্রে বসে সহজে খাওয়া হয়না। দীর্ঘদিন পর শ্রমিকের সাথে একত্রে বসে দুপুরের খাবার খেলাম। যারা আয়োজনে স্থানীয়ভাবে সার্বিক সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং আগামীতে আবারো আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় বসাতে সমাবেশে উপস্থিত শ্রমিকদের কাছে ভোট প্রার্থনা করেন