০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে জেলেদের মাঝে উকরণ হিসেবে বাছুর বিতরণ

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলেদের মাঝে উকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিতত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূর জাহান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মোট ৩৪ জন জেলের জন্য বকনা বাছুর বরাদ্দ প্রদান করার কথা রয়েছে। এরমধ্যে প্রথম কিস্তির ৪ লাখ ৭৬ হাজার বরাদ্দ আসায় গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত মোট ১৭ জন জেলের মাঝে প্রতিটি ২৮ হাজার টাকা মূল্যের বকনা বাছুর বিতরণ করা হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে জেলেদের মাঝে উকরণ হিসেবে বাছুর বিতরণ

পোস্ট হয়েছেঃ ০৮:৩১:২৯ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে সোমবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জেলেদের মাঝে উকরণ হিসেবে বকনা বাছুর বিতরণ করা হয়। রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব উপকরণ বিতরণ করেন।

গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিতত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি মো. ইউনুস মোল্লা, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূর জাহান চৌধুরী, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি, গোয়ালন্দ ঘাট থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমূখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু জানান, ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে মোট ৩৪ জন জেলের জন্য বকনা বাছুর বরাদ্দ প্রদান করার কথা রয়েছে। এরমধ্যে প্রথম কিস্তির ৪ লাখ ৭৬ হাজার বরাদ্দ আসায় গোয়ালন্দ উপজেলার তালিকাভুক্ত মোট ১৭ জন জেলের মাঝে প্রতিটি ২৮ হাজার টাকা মূল্যের বকনা বাছুর বিতরণ করা হয়।