মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

দৌলতদিয়া মডেল হাইস্কুলে শিক্ষা ও মেধা বিকাশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

Reporter Name / ৭০ Time View
Update Time : মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ১১:৪২ অপরাহ্ন

শামীম শেখ, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলে “শিক্ষা ও মেধা বিকাশ শীর্ষক সেমিনার ও অভিভাবক সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় বিদ্যালয় হলরুমে এ সেমিনারের আয়োজন করে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ব বিদ্যালয়ে পড়ুয়া দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৌলতদিয়া মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ সহিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুষ্টিয়া ইসলামী বিশ্ব বিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী জালাল হোসাইন। সেমিনারে ছাত্র-শিক্ষক, অভিভাবকের সমন্বয়ে শিক্ষার মানোন্নয়ন ও মেধা বিকাশের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সেমিনারে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মেহেদী আবু হাসান, সহকারী শিক্ষক আবুল কাশেম, জামাল উদ্দিন মোল্লা, ইয়াসিন আলী শেখ, আবুল বাশার, রমজান আলী, শামীম শেখ, জুয়েল রানা, অভিভাবক প্রতিনিধি আব্দুল লতিফ, চম্পা খাতুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামীম রেজা, জাহাঙ্গীর কবির, রফিকুল ইসলাম, আরিয়ান জনি, রকিবুল ইসলাম রনি প্রমূখ।

সেমিনার শেষে সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে বেশ কয়েকটি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.