০৭:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদের জীবনমান উন্নয়ন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য- কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “যারা কৃষিকাজের সাথে জড়িত কৃষক ভাই ও বোনেরা কঠোর প্ররিশ্রম করে শরীরের রক্ত ঘাম ঝড়িয়ে সোনালি ফসল রুপান্তর করেন। আপনাদের জীবন মান উন্নয়ন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মাত্র লক্ষ্য।

বাংলাদেশ একটি জনবহুল দেশ। প্রতিবছর ২০ থেকে ২৫ লক্ষ নতুন শিশু এদেশে জন্মগ্রহণ করছে। এদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আমাদের নতুন নতুন জাতের উদ্ভাবন করতে হবে। দেশে কৃষি জমি কমে যাওয়ায় নতুন জাতের মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হব”।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। মানুষ এখন অনেক বেশি পেঁয়াজ খায়, অনেক বেশি শাখ সবজি খায়। আমাদের খাদ্যর সমস্যা ছিল, আমরা এ সমস্যা মিটিয়েছি। এখন আমরা বলছি উঁচু মানের খাদ্য, পুষ্টি সম্মত খাদ্য। সেটি করার জন্য মানুষের আয় বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী বলেন, পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পন্ন হতে হবে। বিজ্ঞানভিত্তিক কৃষি শুরু করতে হবে। গত বছর পেঁয়াজ ভালো হয়েছিল তাই পেঁয়াজের দাম কম ছিল কিন্তু কৃষকদের অনুরোধে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছিল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসানের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসানের এমপি সালমা চৌধুরী রুমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, জেলা প্রশাসক আবু কায়সার খান, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু প্রমুখ

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

কৃষকদের জীবনমান উন্নয়ন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার একমাত্র লক্ষ্য- কৃষিমন্ত্রী

পোস্ট হয়েছেঃ ১০:০৮:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ এপ্রিল ২০২২

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, “যারা কৃষিকাজের সাথে জড়িত কৃষক ভাই ও বোনেরা কঠোর প্ররিশ্রম করে শরীরের রক্ত ঘাম ঝড়িয়ে সোনালি ফসল রুপান্তর করেন। আপনাদের জীবন মান উন্নয়ন করাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক মাত্র লক্ষ্য।

বাংলাদেশ একটি জনবহুল দেশ। প্রতিবছর ২০ থেকে ২৫ লক্ষ নতুন শিশু এদেশে জন্মগ্রহণ করছে। এদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে কৃষিতে আমাদের নতুন নতুন জাতের উদ্ভাবন করতে হবে। দেশে কৃষি জমি কমে যাওয়ায় নতুন জাতের মাধ্যমে আমাদের উৎপাদন বাড়াতে হব”।

আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বেলা ৩টার দিকে রাজবাড়ী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে এ মতবিনিময় সভায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।

মন্ত্রী আরো বলেন, এখন মানুষের জীবনযাত্রার মান বেড়েছে। মানুষ এখন অনেক বেশি পেঁয়াজ খায়, অনেক বেশি শাখ সবজি খায়। আমাদের খাদ্যর সমস্যা ছিল, আমরা এ সমস্যা মিটিয়েছি। এখন আমরা বলছি উঁচু মানের খাদ্য, পুষ্টি সম্মত খাদ্য। সেটি করার জন্য মানুষের আয় বৃদ্ধি করতে হবে।

মন্ত্রী বলেন, পেঁয়াজে আমাদের স্বয়ংসম্পন্ন হতে হবে। বিজ্ঞানভিত্তিক কৃষি শুরু করতে হবে। গত বছর পেঁয়াজ ভালো হয়েছিল তাই পেঁয়াজের দাম কম ছিল কিন্তু কৃষকদের অনুরোধে পেঁয়াজের দাম বাড়ানো হয়েছিল।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, রাজবাড়ী-২ আসানের সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, সংরক্ষিত মহিলা আসানের এমপি সালমা চৌধুরী রুমা, কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, জেলা প্রশাসক আবু কায়সার খান, পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু প্রমুখ