০৩:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মুরগির বাচ্চা বোঝাই চলন্ত গাড়িতে আগুন, সাড়ে ৭ হাজার বাচ্চার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উন্নত জাতের সোনালী মুরগির বাচ্চাবাহী একটি গাড়িতে আগুন লাগলে প্রায় সাড়ে ৭ হাজার বাচ্চা পুড়ে মারা যায়। সোনালী হ্যাচারীজ লিমিটেড এর ১৫ হাজার বাচ্চা নিয়ে গাড়িটি সাতক্ষীরা যাচ্ছিল।প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোকবুলের দোকান নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা থেকে বেশ কিছু মুরগির বাচ্চাবাহী গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে যায়। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার আগ মুহুর্তে গোয়ালন্দ বাজার থেকে সোনালী হ্যাচারীজ কোম্পানীর ১৫ হাজার উন্নত জাতের সোনালী মুরগির বাচ্চা নিয়ে একটি গাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যা ৬টার দিকে গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের সীমান্তবর্তী মোকবুলের দোকান ছাড়িয়ে ছোট ব্রীজ পৌছলে স্থানীয় লোকজন গাড়ির পিছনের দিকে ধোয়া বের হতে দেখে থামাতে বলেন। গাড়ির চালক আব্দুস সালাম রাস্তার পাশে থাকা মানুষজনের চিৎকার চেচোমেচি শুনে দ্রুত গাড়ি থামান। এসময় তিনি দেখেন গাড়ির পিছন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। গাড়িতে কাগজের ঝুড়ি বোঝাই করে এক দিনের মুরগির বাচ্চাগুলি কয়েক সারি আকারে সাজিয়ে রাখা ছিল। পরে তিনি বিষয়টি দ্রুত সোনালী হ্যাচারীজ কর্তৃপক্ষকে অবগত করেন।

সোনালী হ্যাচারীজ লিমিটেড এর পরিচালক মো. সিদ্দিক মিয়া বলেন, তাদের কোম্পানীর প্রায় ৭ লাখ টাকা মূল্যের এক দিনের ১৫ হাজার সোনালী বাচ্চা নিয়ে গাড়িটি সন্ধ্যার আগে সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষণ পর গাড়ি চালক আব্দুস সালাম তাকে মুঠোফোনে আগুন লাগার বিষয়টি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত গাড়িতে বসে সিগারেট খেয়ে ফেলে দেওয়ার সময় হয়তো বাতাসে গাড়ির পিছনের দিকে চলে যায়। কাগজের ঝুড়ির ওপর পড়ায় অতি সহজেই আগুন ধরে যায় এবং মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে তাঁদের ৩ লাখ টাকার বাচ্চা এবং আনুসাঙ্গিক মিলে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় লোকজন দেখে গাড়ি থামানোর সংকেত না দিলে হয়তো আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মুরগির বাচ্চা বোঝাই চলন্ত গাড়িতে আগুন, সাড়ে ৭ হাজার বাচ্চার মৃত্যু

পোস্ট হয়েছেঃ ১০:৫৪:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উন্নত জাতের সোনালী মুরগির বাচ্চাবাহী একটি গাড়িতে আগুন লাগলে প্রায় সাড়ে ৭ হাজার বাচ্চা পুড়ে মারা যায়। সোনালী হ্যাচারীজ লিমিটেড এর ১৫ হাজার বাচ্চা নিয়ে গাড়িটি সাতক্ষীরা যাচ্ছিল।প্রাথমিকভাবে প্রায় ৪ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে মালিক পক্ষের দাবী। সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের মোকবুলের দোকান নামক এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, সপ্তাহের প্রতি সোমবার ও বৃহস্পতিবার গোয়ালন্দ উপজেলা থেকে বেশ কিছু মুরগির বাচ্চাবাহী গাড়ি দেশের বিভিন্ন প্রান্তে যায়। সোমবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টার আগ মুহুর্তে গোয়ালন্দ বাজার থেকে সোনালী হ্যাচারীজ কোম্পানীর ১৫ হাজার উন্নত জাতের সোনালী মুরগির বাচ্চা নিয়ে একটি গাড়ি সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা করে। সন্ধ্যা ৬টার দিকে গাড়ি ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দের সীমান্তবর্তী মোকবুলের দোকান ছাড়িয়ে ছোট ব্রীজ পৌছলে স্থানীয় লোকজন গাড়ির পিছনের দিকে ধোয়া বের হতে দেখে থামাতে বলেন। গাড়ির চালক আব্দুস সালাম রাস্তার পাশে থাকা মানুষজনের চিৎকার চেচোমেচি শুনে দ্রুত গাড়ি থামান। এসময় তিনি দেখেন গাড়ির পিছন থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় পানি দিয়ে দ্রুত আগুন নেভাতে সক্ষম হন। গাড়িতে কাগজের ঝুড়ি বোঝাই করে এক দিনের মুরগির বাচ্চাগুলি কয়েক সারি আকারে সাজিয়ে রাখা ছিল। পরে তিনি বিষয়টি দ্রুত সোনালী হ্যাচারীজ কর্তৃপক্ষকে অবগত করেন।

সোনালী হ্যাচারীজ লিমিটেড এর পরিচালক মো. সিদ্দিক মিয়া বলেন, তাদের কোম্পানীর প্রায় ৭ লাখ টাকা মূল্যের এক দিনের ১৫ হাজার সোনালী বাচ্চা নিয়ে গাড়িটি সন্ধ্যার আগে সাতক্ষীরার কালিগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায়। কিছুক্ষণ পর গাড়ি চালক আব্দুস সালাম তাকে মুঠোফোনে আগুন লাগার বিষয়টি জানান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চলন্ত গাড়িতে বসে সিগারেট খেয়ে ফেলে দেওয়ার সময় হয়তো বাতাসে গাড়ির পিছনের দিকে চলে যায়। কাগজের ঝুড়ির ওপর পড়ায় অতি সহজেই আগুন ধরে যায় এবং মুহুর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। এতে তাঁদের ৩ লাখ টাকার বাচ্চা এবং আনুসাঙ্গিক মিলে প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে স্থানীয় লোকজন দেখে গাড়ি থামানোর সংকেত না দিলে হয়তো আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছিল।