০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যাত্রী। ঝুঁকিতে রয়েছে লঞ্চের ষ্টাফরাও। কর্মমুখী শ্রমজীবি মানুষ ঈদ শেষে পারপার হচ্ছে এই নৌপথ দিয়ে।

সরেজমিন শনিবার লঞ্চ ঘাটে দেখা যায়, লঞ্চে যাত্রীদের সামাজিক দুরুত্ব নেই। যাত্রীরা হুড়মুড় করে লঞ্চ থেকে ওঠানামা করছে। গাদাগাদি করে লঞ্চের মধ্যে অনেকে বসে আছে। লঞ্চের মাষ্টার, সুকানি, লস্কার এরাও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পারছে না। অনেক যাত্রীর মুখে মাস্ক না নিয়েই লঞ্চে যাতায়াত করতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রামন রোধে লঞ্চ ঘাটে জীবানু নাশক টানেল স্প্রে মেশিন থাকলেও দৌলতদিয়া লঞ্চ ঘাটে টানেল মেশিনটি বন্ধ অবস্থায় দেখা যায়। টানেল মেশিনটি যাত্রী যাতাযাতের বিপরিত দিক বসানো হয়েছে। উল্টো দিক দিয়ে বসানোর কারনে টানেলের মধ্যে যাত্রী প্রবেশ করতে চায় না। যাত্রীদের জন্য হাত দুয়ার বেসিং থাকলেও তাতে পানি ও সাবান দেখা যায় নাই। এভাবে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছে লঞ্চ ঘাট দিয়ে।

মাগুরা থেকে ১০ দিনের শিশু বাচ্ছাসহ আসা ফরিদা বেগম বলেন, ঈদ শেষে পেটের দায়ে স্মামীর সঙ্গে সাভার কাজে যাচ্ছি। লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপের কারনে পা ফেলানো জায়গা নাই। এখানে সামাজিক দুরুত্ব বজায় রাখবো কিভাবে? লঞ্চে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরুত্ব বজায় না রেখে যাত্রী বসানো হয়েছে। পূর্বের মতো একজন আরেকজনের পাশাপাশি বসানো হচ্ছে।

এম.ভি মোস্তফা লঞ্চের মাষ্টার মো. জসিম উদ্দিন সেখ বলেন, শুধু যাত্রীরা কেন? আমরাও সকল ষ্টাফ করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকিতে আছি। পেঁটের দায়ে আমরা লঞ্চ চালাচ্ছি।

বিআইডাব্লিউটিএ’র দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, আমরা যাত্রীদেরকে বার বার সতর্ক করে মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছি। ঈদ শেষে কর্মমুখী মানুয়ের চাপ বৃদ্ধি পেয়েছে। জীবানু নাশক স্প্রে টানেল মেশিনটি সরিয়ে অন্যত্র বসানো হবে। যাত্রী সচেতন না হওয়ার কারনে সামাজিক দুরুত্ব বজায় রাখা যাচ্ছে না।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়ায় লঞ্চে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার

পোস্ট হয়েছেঃ ০৮:১০:২৪ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২০

আবুল হোসেনঃ রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে যাত্রী। ঝুঁকিতে রয়েছে লঞ্চের ষ্টাফরাও। কর্মমুখী শ্রমজীবি মানুষ ঈদ শেষে পারপার হচ্ছে এই নৌপথ দিয়ে।

সরেজমিন শনিবার লঞ্চ ঘাটে দেখা যায়, লঞ্চে যাত্রীদের সামাজিক দুরুত্ব নেই। যাত্রীরা হুড়মুড় করে লঞ্চ থেকে ওঠানামা করছে। গাদাগাদি করে লঞ্চের মধ্যে অনেকে বসে আছে। লঞ্চের মাষ্টার, সুকানি, লস্কার এরাও সামাজিক দুরুত্ব বজায় রাখতে পারছে না। অনেক যাত্রীর মুখে মাস্ক না নিয়েই লঞ্চে যাতায়াত করতে দেখা যায়। করোনাভাইরাস সংক্রামন রোধে লঞ্চ ঘাটে জীবানু নাশক টানেল স্প্রে মেশিন থাকলেও দৌলতদিয়া লঞ্চ ঘাটে টানেল মেশিনটি বন্ধ অবস্থায় দেখা যায়। টানেল মেশিনটি যাত্রী যাতাযাতের বিপরিত দিক বসানো হয়েছে। উল্টো দিক দিয়ে বসানোর কারনে টানেলের মধ্যে যাত্রী প্রবেশ করতে চায় না। যাত্রীদের জন্য হাত দুয়ার বেসিং থাকলেও তাতে পানি ও সাবান দেখা যায় নাই। এভাবে প্রতিদিন করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকি নিয়ে যাত্রীরা চলাচল করছে লঞ্চ ঘাট দিয়ে।

মাগুরা থেকে ১০ দিনের শিশু বাচ্ছাসহ আসা ফরিদা বেগম বলেন, ঈদ শেষে পেটের দায়ে স্মামীর সঙ্গে সাভার কাজে যাচ্ছি। লঞ্চ ঘাটে অতিরিক্ত যাত্রীর চাপের কারনে পা ফেলানো জায়গা নাই। এখানে সামাজিক দুরুত্ব বজায় রাখবো কিভাবে? লঞ্চে স্বাস্থ্যবিধি বা সামাজিক দুরুত্ব বজায় না রেখে যাত্রী বসানো হয়েছে। পূর্বের মতো একজন আরেকজনের পাশাপাশি বসানো হচ্ছে।

এম.ভি মোস্তফা লঞ্চের মাষ্টার মো. জসিম উদ্দিন সেখ বলেন, শুধু যাত্রীরা কেন? আমরাও সকল ষ্টাফ করোনাভাইরাসের সংক্রমনের ঝুঁকিতে আছি। পেঁটের দায়ে আমরা লঞ্চ চালাচ্ছি।

বিআইডাব্লিউটিএ’র দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথের ট্রাফিক পরিদর্শক আফতাব হোসেন বলেন, আমরা যাত্রীদেরকে বার বার সতর্ক করে মাইকিং প্রচার চালিয়ে যাচ্ছি। ঈদ শেষে কর্মমুখী মানুয়ের চাপ বৃদ্ধি পেয়েছে। জীবানু নাশক স্প্রে টানেল মেশিনটি সরিয়ে অন্যত্র বসানো হবে। যাত্রী সচেতন না হওয়ার কারনে সামাজিক দুরুত্ব বজায় রাখা যাচ্ছে না।