০৬:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া ঘাটে ঘুরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে

মঈন মৃধা, গোয়ালন্দঃ ঈদের ছুটি শুরু না হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।বাড়তি ভোগান্তি এড়াতে কর্মজীবী মানুষ তাদের পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। একারণে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে।

দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তে শুরু করেছে। বড় গাড়ির তুলনায় ব্যক্তিগত বা ছোট গাড়ি প্রাইভেটকার এবং মাইক্রোবাসের চাপ ছিল তুলনামূলক বেশী। পাটুরিয়া থেকে নদী পাড়ি দিয়ে আসা প্রতিটি ফেরিতে ব্যক্তিগত গাড়ির চাপ দেখা যায়। সেই সাথে যাত্রী সাধারণের ভিড় দেখা যায়।

এদিকে দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে ঢাকামুখী শতাধিক যাত্রীবাহী বাস ও বেশ কিছু পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসগুলোকে ২-৩ ঘন্টা অপেক্ষার পর পেতে হচ্ছে ফেরির নাগাল। পূর্ব ঘোষনা অনুযায়ী ঈদের পাঁচ দিন আগে থেকে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ রাখার কথা থাকলেও বৃহস্পতিবারও বেশি কিছু পণ্যবাহী গাড়ি দেখা যায়। তবে গত কয়েক দিনের তুলনায় এ ধরনের পণ্যবাহী গাড়ির চাপ অনেক কম ছিল। যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি মিলে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন ছিল।

গাজীপুর থেকে গ্রামের বাড়ি যশোলের শার্শা যাচ্ছিলেন গৃহবধু শারমিন আক্তার। তার সঙ্গে রয়েছে ছোট দুই সন্তান। কথা হয় দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটে। সেখানে আলাপকালে তিনি বলেন, তার স্বামী একটি কারখানায় চাকরি করেন। ঈদের ছুটি পেতে আরো ২ দিন লাগবে। সেজন্য আমি আমার দুই সন্তান কে নিয়ে ভিড় শুরুর আগেই বাড়ি যাচ্ছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রী ও ব্যাক্তিগত গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক পরিবারই আজ থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ির চাপ বেশি। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা নদী পার হতে পারছেন। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া ঘাটে ঘুরমুখো যাত্রী ও যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে

পোস্ট হয়েছেঃ ১১:১১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

মঈন মৃধা, গোয়ালন্দঃ ঈদের ছুটি শুরু না হতেই রাজধানী ছাড়তে শুরু করেছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষ।বাড়তি ভোগান্তি এড়াতে কর্মজীবী মানুষ তাদের পরিবারের সদস্যদের আগেভাগে গ্রামে পাঠিয়ে দিচ্ছেন। একারণে সকাল থেকে যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে।

দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, বৃহস্পতিবার সকাল থেকেই রাজধানী থেকে আসা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তে শুরু করেছে। বড় গাড়ির তুলনায় ব্যক্তিগত বা ছোট গাড়ি প্রাইভেটকার এবং মাইক্রোবাসের চাপ ছিল তুলনামূলক বেশী। পাটুরিয়া থেকে নদী পাড়ি দিয়ে আসা প্রতিটি ফেরিতে ব্যক্তিগত গাড়ির চাপ দেখা যায়। সেই সাথে যাত্রী সাধারণের ভিড় দেখা যায়।

এদিকে দৌলতদিয়া ফেরি ঘাটে নদী পারের অপেক্ষায় রয়েছে ঢাকামুখী শতাধিক যাত্রীবাহী বাস ও বেশ কিছু পণ্যবাহী ট্রাক। যাত্রীবাহী বাসগুলোকে ২-৩ ঘন্টা অপেক্ষার পর পেতে হচ্ছে ফেরির নাগাল। পূর্ব ঘোষনা অনুযায়ী ঈদের পাঁচ দিন আগে থেকে পণ্যবাহী গাড়ি পারাপার বন্ধ রাখার কথা থাকলেও বৃহস্পতিবারও বেশি কিছু পণ্যবাহী গাড়ি দেখা যায়। তবে গত কয়েক দিনের তুলনায় এ ধরনের পণ্যবাহী গাড়ির চাপ অনেক কম ছিল। যাত্রীবাহী বাস, পণ্যবাহী গাড়ি মিলে দৌলতদিয়া ফেরি ঘাট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন ছিল।

গাজীপুর থেকে গ্রামের বাড়ি যশোলের শার্শা যাচ্ছিলেন গৃহবধু শারমিন আক্তার। তার সঙ্গে রয়েছে ছোট দুই সন্তান। কথা হয় দৌলতদিয়া ৫নম্বর ফেরি ঘাটে। সেখানে আলাপকালে তিনি বলেন, তার স্বামী একটি কারখানায় চাকরি করেন। ঈদের ছুটি পেতে আরো ২ দিন লাগবে। সেজন্য আমি আমার দুই সন্তান কে নিয়ে ভিড় শুরুর আগেই বাড়ি যাচ্ছি।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান বলেন, বৃহস্পতিবার সকাল থেকেই যাত্রী ও ব্যাক্তিগত গাড়ির চাপ বাড়তে শুরু করেছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অনেক পরিবারই আজ থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। যাত্রীবাহী বাসের চেয়ে ছোট গাড়ির চাপ বেশি। তবে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই তারা নদী পার হতে পারছেন। বর্তমানে যাত্রী ও যানবাহন পারাপারে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি ফেরি চলাচল করছে।