০৮:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দ্বাদশী ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের দ্বাদশী ইউনিয়নের জেলের চাল বিতরন কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল থেকে দ্বাদশী ইউনিয়নের আওতাভুক্ত কার্ডধারী ১০০ জন জেলের চাল বিতরনের উদ্দেশ্যে শহরের শহীদ ডিলারের ঘরে চাল আনা হয়। শনিবার  সকাল ১০ টা থেকে চাল বিতরন শুরু করা হয়।

দুপুর পর্যন্ত কয়েকজন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে দ্বাদশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল তার কাছে থাকা ৪১টি জেলে কার্ড দিয়ে ৩০ কেজি’র ১০৭ বস্তা চাল নসিমনে করে  অন্যত্র নিয়ে যায়।  ৪১ জন জেলের প্রাপ্য ৮০ কেজি  হারে ৩০ কেজি’র ১০৭ বস্তায় মোট ৩ হাজার ২১০ কেজি (৩ টন ৫ মণ ১০ কেজি) চাল নিয়ে যাওয়া হয়।

দ্বাদশী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য শিমুল জানান, তার ওয়ার্ডে জেলের সংখ্যা বেশি থাকায় চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার নির্দেশে তিনি ১০৭ বস্তা চাল নিয়ে গেছেন।৪১ জনের ৮০ কেজি চাল তিনি ৮২ জনের মাঝে ভাগ করে দিবেন। সরকারী মাথাপিছু ৮০ কেজি বরাদ্দ কৃত চাল কার নির্দেশে তিনি অর্ধেক ভাগ করে দিবেন জানতে চাইলে বলেন কর্মকর্তা ও চেয়ারম্যান বলেছে।

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব জানান, জেলেদের চাল বিতরন এক যায়গা থেকে দিতে হবে এমন কোন নিয়ম নেই। যেকোন স্থান থেকে ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরন করা যাবে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যাস্ত আছি আপনি ইউওএনও’কে জানান।

সরকারী ওএমএস ডিলার শাহাদাৎ মওলা শহীদ ডিলার জানান, শিমুল মেম্বার অত্র ইউনিয়ন সচিব ও ট্যাগ অফিসারের মাধ্যমে ৪১ জনের কার্ড জমা দিয়ে চাল উত্তোলন করে নসিমনে ১০৭ বস্তা চাল নিয়ে গেছে।তবে কোথায় নিয়ে গেছে তা জানিনা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা বলেন, নির্দিষ্ট স্থান ব্যাতিত অন্য কোন স্থানে চাল বিতরন করা যাবেনা। অন্যত্র চাল বিতরনের নিয়ম নেই। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মৎস্য কর্মকর্তাকে ডেকেছি। লোকজন শহীদ ডিলারের ঘর থেকে চাল আনতে না যাওয়ায় এবং দুরত্বের কারনে মেম্বারের কাছে চাল দেওয়া হয়েছে বলে জানান ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দ্বাদশী ইউপি সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৫:৫১:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৩

ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের দ্বাদশী ইউনিয়নের জেলের চাল বিতরন কার্যক্রমে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকাল থেকে দ্বাদশী ইউনিয়নের আওতাভুক্ত কার্ডধারী ১০০ জন জেলের চাল বিতরনের উদ্দেশ্যে শহরের শহীদ ডিলারের ঘরে চাল আনা হয়। শনিবার  সকাল ১০ টা থেকে চাল বিতরন শুরু করা হয়।

দুপুর পর্যন্ত কয়েকজন জেলের মাঝে ৮০ কেজি করে চাল বিতরন করা হয়। পরে দুপুর আড়াইটার দিকে দ্বাদশী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ সদস্য শিমুল তার কাছে থাকা ৪১টি জেলে কার্ড দিয়ে ৩০ কেজি’র ১০৭ বস্তা চাল নসিমনে করে  অন্যত্র নিয়ে যায়।  ৪১ জন জেলের প্রাপ্য ৮০ কেজি  হারে ৩০ কেজি’র ১০৭ বস্তায় মোট ৩ হাজার ২১০ কেজি (৩ টন ৫ মণ ১০ কেজি) চাল নিয়ে যাওয়া হয়।

দ্বাদশী ইউনিয়নের ১ নং ওয়ার্ড সদস্য শিমুল জানান, তার ওয়ার্ডে জেলের সংখ্যা বেশি থাকায় চেয়ারম্যান ও মৎস্য কর্মকর্তার নির্দেশে তিনি ১০৭ বস্তা চাল নিয়ে গেছেন।৪১ জনের ৮০ কেজি চাল তিনি ৮২ জনের মাঝে ভাগ করে দিবেন। সরকারী মাথাপিছু ৮০ কেজি বরাদ্দ কৃত চাল কার নির্দেশে তিনি অর্ধেক ভাগ করে দিবেন জানতে চাইলে বলেন কর্মকর্তা ও চেয়ারম্যান বলেছে।

রাজবাড়ী সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব জানান, জেলেদের চাল বিতরন এক যায়গা থেকে দিতে হবে এমন কোন নিয়ম নেই। যেকোন স্থান থেকে ট্যাগ অফিসারের মাধ্যমে বিতরন করা যাবে।

এ বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা মশিউর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি এখন ব্যাস্ত আছি আপনি ইউওএনও’কে জানান।

সরকারী ওএমএস ডিলার শাহাদাৎ মওলা শহীদ ডিলার জানান, শিমুল মেম্বার অত্র ইউনিয়ন সচিব ও ট্যাগ অফিসারের মাধ্যমে ৪১ জনের কার্ড জমা দিয়ে চাল উত্তোলন করে নসিমনে ১০৭ বস্তা চাল নিয়ে গেছে।তবে কোথায় নিয়ে গেছে তা জানিনা।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মার্জিয়া সুলতানা বলেন, নির্দিষ্ট স্থান ব্যাতিত অন্য কোন স্থানে চাল বিতরন করা যাবেনা। অন্যত্র চাল বিতরনের নিয়ম নেই। ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মৎস্য কর্মকর্তাকে ডেকেছি। লোকজন শহীদ ডিলারের ঘর থেকে চাল আনতে না যাওয়ায় এবং দুরত্বের কারনে মেম্বারের কাছে চাল দেওয়া হয়েছে বলে জানান ।