০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও সিএনজিসহ ১জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রাকিব প্রামানিক (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা  পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার জনৈক দুলাল এর বাড়ির পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, রাকিব উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়ার সাইদ প্রামানিক এর ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২টি লোহার তৈরী হাতুরী, ২টি ধারালো চাকু, ১টি স্ট্রিলের গিয়ার চাকু এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজি জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাকিব একজন দুধর্ষ প্রকৃতির সন্ত্রাসী। তার বিরুদ্ধে দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই-ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। গত সোমবার দিবাগত গভীররাতে সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহত ধারালে অস্ত্র ও সিএনজিসহ তাকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় মামলা (নং-০৮) রুজু করা হয়েছে। তাকে মঙ্গলবারে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার পাবনা আল মামুন বোর্ডিংয়ের ব্যবস্থাপক উসমান গণির ছেলে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার পাবনা আল মামুন বোর্ডিংয়ের সামনে থেকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোমবার রাতেই পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠায় পুলিশ।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় ডাকাতি প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও সিএনজিসহ ১জন গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ০৯:৫১:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ রাকিব প্রামানিক (২৮) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা  পুলিশ। সোমবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার দৌলতদিয়া ছাত্তার মেম্বার পাড়া এলাকার জনৈক দুলাল এর বাড়ির পাশ থেকে ডাকাতির প্রস্তুতিকালে তাকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানায়, রাকিব উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতব্বর পাড়ার সাইদ প্রামানিক এর ছেলে। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ২টি লোহার তৈরী হাতুরী, ২টি ধারালো চাকু, ১টি স্ট্রিলের গিয়ার চাকু এবং ডাকাতি কাজে ব্যবহৃত একটি নাম্বার বিহীন সিএনজি জব্দ করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত রাকিব একজন দুধর্ষ প্রকৃতির সন্ত্রাসী। তার বিরুদ্ধে দৌলতদিয়া ঘাট এলাকায় ছিনতাই-ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। গত সোমবার দিবাগত গভীররাতে সে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহত ধারালে অস্ত্র ও সিএনজিসহ তাকে গ্রেপ্তার করে। এ সংক্রান্তে তার বিরুদ্ধে মঙ্গলবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় মামলা (নং-০৮) রুজু করা হয়েছে। তাকে মঙ্গলবারে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

এদিকে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে ২ গ্রাম হেরোইনসহ রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে উপজেলার দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার পাবনা আল মামুন বোর্ডিংয়ের ব্যবস্থাপক উসমান গণির ছেলে। সোমবার সন্ধ্যা ৭টার দিকে দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার পাবনা আল মামুন বোর্ডিংয়ের সামনে থেকে ২ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সোমবার রাতেই পুলিশ মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন। মঙ্গলবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠায় পুলিশ।