মাহবুব পিয়াল, ফরিদপুরঃ জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্র, ফরিদপুরের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার বেলা ১১ টায় শহরের কমলাপুর শেখ রাসেল শিশু প্রশিক্ষন ও পূর্ণবাসন কেন্দ্রে বেলুন ও ফেষ্টুন উড়িয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর বিভিন্ন কর্মসুচীর শুভ উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুরের জেলা প্রশাসক মো: কামরুল আহসান তালুকদার।
পূর্ণবাসন কেন্দ্রের উপ-প্রকল্প পরিচালক সৈয়দা হাসিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্টানে জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক এ এস এম অলী আহসান, নিবার্হী ম্যাজিষ্ট্রেট সাজেদুল আহম্মেদ, নারী নেত্রী আসমা আক্তার মুক্তাসহ অন্যান্যরা আলোচনায় বক্তব্য রাখেন। পরে পূর্ণবাসন কেন্দ্রের ছোট ছোট শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করেন।