০৭:০১ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পৌর সভার ধুঞ্চি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার কিছুক্ষন আগে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু হলো একই গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ (২) ও রমজান আলীর মেয়ে রুমাইয়া (২)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, সবার অলক্ষে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পেছনে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের ভেসে ওঠা দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রুমাইয়ার চাচী সালমা বেগম জানান, তার দেবরের মেয়ে রুমাইয়া। রুমাইয়ার মামার বাড়ি একই স্থানে হবার কারনে প্রতিদিন বিভিন্ন সময়ে ওরা মামা বাড়িতে আসে। সোমবারও বিকেলে এখানে তারা বেড়াতে আসে। আলিফ আর রুমাইয়া খেলতে খেলতে কখন ঘরের পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে কেউ টের পায়নি। দীর্ঘ সময় না পেয়ে সবাই এলাকায় খুজতে থাকে। পরে ঘরের পাশে পুকুরে রুমাইয়ার মরদেহ ভেসে উঠে। রুমাইয়ার মরদেহ তুলতে গিয়ে পানির ভেতর আলিফের মরদেহও পাওয়া যায়। এক সাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগে শিশু দুটির মৃত্যু হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

পোস্ট হয়েছেঃ ০৯:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পৌর সভার ধুঞ্চি গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যার কিছুক্ষন আগে এ দুর্ঘটনা ঘটে। দুই শিশু হলো একই গ্রামের মনির চৌধুরীর ছেলে আলিফ (২) ও রমজান আলীর মেয়ে রুমাইয়া (২)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই বোন।

নিহতদের পরিবার ও এলাকাবাসী জানায়, সবার অলক্ষে শিশু দুটি খেলতে খেলতে বাড়ির পেছনে একটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাদের ভেসে ওঠা দেখে দ্রুত উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রুমাইয়ার চাচী সালমা বেগম জানান, তার দেবরের মেয়ে রুমাইয়া। রুমাইয়ার মামার বাড়ি একই স্থানে হবার কারনে প্রতিদিন বিভিন্ন সময়ে ওরা মামা বাড়িতে আসে। সোমবারও বিকেলে এখানে তারা বেড়াতে আসে। আলিফ আর রুমাইয়া খেলতে খেলতে কখন ঘরের পেছন দরজা দিয়ে বের হয়ে গেছে কেউ টের পায়নি। দীর্ঘ সময় না পেয়ে সবাই এলাকায় খুজতে থাকে। পরে ঘরের পাশে পুকুরে রুমাইয়ার মরদেহ ভেসে উঠে। রুমাইয়ার মরদেহ তুলতে গিয়ে পানির ভেতর আলিফের মরদেহও পাওয়া যায়। এক সাথে দুই শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের সিনিয়র স্টাফ ব্রাদার আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগে শিশু দুটির মৃত্যু হয়েছে।