০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো YRC মিরপুরের এক বছর পূর্তি অনুষ্ঠান

মইন মৃধাঃ দেখতে দেখতে একটি বছর পার করেছে বিশ্বের অন্যতম শীর্ষ অটোমোবাইল সংস্থা ইয়ামাহা মোটর কোম্পানি লিমিটেড এর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর। এ উপলক্ষে সংস্থাটি ও YRC Mirpur এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর ) সামাজিক কাজের পাশাপাশি মীরপুর ৬০ ফিটে অবস্থিত একটি এতিমখানায় ৬০ জন্য এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরন করা হয়। খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন মিরপুর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন। এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন ক্রিসেন্ট এন্টার প্রাইজ ও YRC মিরপুরের সদস্যরা।
এই কার্যক্রম শেষে সন্ধায় ইয়ামাহার বিভিন্ন কাস্টমার ছাড়াও ইয়ামাহাপ্রেমী বাইকার সহ এসিআই মোটরস-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানের সূচনা করেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর বিজনেস ম্যানেজার রবিউল হক, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, প্রডাক্ট ম্যানেজার হোসেন মোহাম্মাদ অপশন, টেরিটরি ম্যানেজার শেখ মামুন সহ প্রমুখ।
কোম্পানিটি ১৯৫৫ সালে জাপানে যাত্রা শুরু করে। যাত্রা শুরু হয়েছিল মোটরসাইকেল দিয়ে। পরে নানা ধরনের প্রোডাক্ট যুক্ত হয় কোম্পানিটিতে। ইয়ামাহার উৎপাদিত প্রথম মোটরসাইকেলটির নাম ছিল YA-1।  বিশ্বব্যাপী ইয়ামাহা মোটর কোম্পানি মুলত অত্যাধুনিক মোটরসাইকেল তৈরির জন্য বিখ্যাত। এছাড়াও তারা মোটর চালিত বাইসাইকেল, ফিশিং বোট, এ টি ভি, গলফ কার ইত্যাদি প্রস্তুত করে। যা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মোটরস। স্বনামধন্য কোম্পানিটির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৭০টিরও বেশি 3S ডিলার পয়েন্ট রয়েছে।
ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো YRC মিরপুরের এক বছর পূর্তি অনুষ্ঠান

পোস্ট হয়েছেঃ ০৯:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
মইন মৃধাঃ দেখতে দেখতে একটি বছর পার করেছে বিশ্বের অন্যতম শীর্ষ অটোমোবাইল সংস্থা ইয়ামাহা মোটর কোম্পানি লিমিটেড এর ক্রিসেন্ট এন্টারপ্রাইজ মিরপুর। এ উপলক্ষে সংস্থাটি ও YRC Mirpur এর এক বছর পূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়।
মঙ্গলবার (৬ অক্টোবর ) সামাজিক কাজের পাশাপাশি মীরপুর ৬০ ফিটে অবস্থিত একটি এতিমখানায় ৬০ জন্য এতিম বাচ্চাদের মধ্যে খাবার বিতরন করা হয়। খাবার বিতরনকালে উপস্থিত ছিলেন মিরপুর ১৩নং ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল হোসেন। এতে উপস্থিত থেকে সার্বিক সহযোগীতা করেন ক্রিসেন্ট এন্টার প্রাইজ ও YRC মিরপুরের সদস্যরা।
এই কার্যক্রম শেষে সন্ধায় ইয়ামাহার বিভিন্ন কাস্টমার ছাড়াও ইয়ামাহাপ্রেমী বাইকার সহ এসিআই মোটরস-এর নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস অনুষ্ঠানের সূচনা করেন। বর্ণাঢ্য অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর বিজনেস ম্যানেজার রবিউল হক, জেনারেল ম্যানেজার জাকির হোসেন, প্রডাক্ট ম্যানেজার হোসেন মোহাম্মাদ অপশন, টেরিটরি ম্যানেজার শেখ মামুন সহ প্রমুখ।
কোম্পানিটি ১৯৫৫ সালে জাপানে যাত্রা শুরু করে। যাত্রা শুরু হয়েছিল মোটরসাইকেল দিয়ে। পরে নানা ধরনের প্রোডাক্ট যুক্ত হয় কোম্পানিটিতে। ইয়ামাহার উৎপাদিত প্রথম মোটরসাইকেলটির নাম ছিল YA-1।  বিশ্বব্যাপী ইয়ামাহা মোটর কোম্পানি মুলত অত্যাধুনিক মোটরসাইকেল তৈরির জন্য বিখ্যাত। এছাড়াও তারা মোটর চালিত বাইসাইকেল, ফিশিং বোট, এ টি ভি, গলফ কার ইত্যাদি প্রস্তুত করে। যা বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়।
বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার এসিআই মোটরস। স্বনামধন্য কোম্পানিটির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মোটরস যাত্রা শুরু করে। বর্তমানে সারাদেশে এর ৭০টিরও বেশি 3S ডিলার পয়েন্ট রয়েছে।