০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে গাঁজা সহ পেশাদার ব্যবসায়ী আটক

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার সন্ধ্যায় হারুন বিশ্বান (৪৮) নামের এক ব্যক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড শাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের দাবী, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। যা তিনি বিক্রির জন্য সরবরাহ করেছিলেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫টি মাদক মামলা সহ ৬টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম, খলিলুর রহমান ও ফারুক হোসেন ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ বাজার রেল স্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে হারুন বিশ্বাসের বসত বাড়িতে অবৈধ গাঁজা রেখে বিভিন্ন ব্যক্তির কাছে খুচরা বিক্রির খবর পেয়ে অভিযান চালায়। এ সময় পালানোর চেস্টা করলে তাকে আটক করে। পরে ঘরের সাব বাক্সের ভিতর থেকে দুটি বড় পৃথক পলিথিনে প্যাচানো অবস্থায় দুই কেজি ওজনের গাঁজার পোটলা বের করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে গাঁজা সহ পেশাদার ব্যবসায়ী আটক

পোস্ট হয়েছেঃ ০৮:০৮:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ সোমবার সন্ধ্যায় হারুন বিশ্বান (৪৮) নামের এক ব্যক্তিকে গাঁজা সহ গ্রেপ্তার করেছে। সে গোয়ালন্দ পৌরসভার ৯ নং ওয়ার্ড শাকের ফকির পাড়ার মৃত মফিজ উদ্দিনের ছেলে।

পুলিশের দাবী, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার কাছ থেকে দুই কেজি গাঁজা জব্দ করা হয়েছে। যা তিনি বিক্রির জন্য সরবরাহ করেছিলেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৬০ হাজার টাকা তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫টি মাদক মামলা সহ ৬টি মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শহিদুল ইসলাম, খলিলুর রহমান ও ফারুক হোসেন ফোর্স সহ গোয়ালন্দ ঘাট থানা এলাকায় মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিল ডিউটিতে ছিলেন। সোমবার সন্ধ্যা ৬টার দিকে গোয়ালন্দ বাজার রেল স্টেশন এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে হারুন বিশ্বাসের বসত বাড়িতে অবৈধ গাঁজা রেখে বিভিন্ন ব্যক্তির কাছে খুচরা বিক্রির খবর পেয়ে অভিযান চালায়। এ সময় পালানোর চেস্টা করলে তাকে আটক করে। পরে ঘরের সাব বাক্সের ভিতর থেকে দুটি বড় পৃথক পলিথিনে প্যাচানো অবস্থায় দুই কেজি ওজনের গাঁজার পোটলা বের করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় ৫টি মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে রাজবাড়ী বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।