০৭:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে এবার ২৯ কেজি ওজনের বাগাড় ধরা

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় জেলেদের জালে এবার ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ক্রয় করেন। মাছটি সোমবার সারাদিন ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রাখার পর বিকেলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট সংলগ্ন চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, সোমবার ভোরে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার বাড়িতে থাকা অবস্থায় মাছ বাজারে বড় একটি বাগাড় মাছ ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ছুটে যান। দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখেন স্থানীয় আড়তদার দুলাল সরদারের আড়তে একটি বড় বাগার মাছ বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৯ কেজি হয়েছে। এতবড় বাগার মাছটি কেনার জন্য তিনিও ওই নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১০৫০ টাকা কেজি দরে মাছটি ৩০ হাজার ৪৫০ টাকায় কিনে নেন। সেই সাথে তিনি আরো একটি রুই ও একটি কাতলা মাছ কিনেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে বাহির চর দৌলতদিয়া এলাকা থেকে ২৫ ওজনের আরো একটি বাগাড় মাছ ধরা পড়েছিল। সেই মাছটিও তিনি কিনেছিলেন।

চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়ার বাহির চর এলাকার জেলে জয়নাল সরদার প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে মাছ ধরতে নদীতে যায়। রাতভর মাছ না পেয়ে অনেকটা খালি হাতে মনভার করে সবাই নৌকায় বসে থাকেন। রাত শেষে ভোরের প্রথম আলো ফোটার সময় শেষ বারের মতো নদীতে ফেলা জাল তুলে যখন নৌকায় গুটিয়ে বাড়ি ফেরার চিন্তা করছিলেন। শেষ মুহুর্তে তখন জালের টান দেখে বুঝতে পারেন বড় কোন কিছু একটা ধরা পড়েছে। চিন্তা অনুযায়ী জাল গুটিয়ে নৌকায় তোলার শেষ মুহুর্তে দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মুহুর্তের মধ্যে পরিবেশ আনন্দে ভরে ওঠে। আর দেরি না করে মাছটি নিয়ে ছুটে আসেন দৌলতদিয়া মাছ বাজারে। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন। তিনি সোমবার বিকেল চারটার দিকে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন। তার কাছে মাছটি কেনা দামের কথা বলে গাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তবে তার আশা অন্তত ১১০০ টাকা কেজি দর হিসেবে ব্যবসায়ী ক্রেতা মাছটি নিবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে নদীতে পাঙ্গাশ, বাগাড় মাছের মতো বড় বড় মাছ ধরা পড়ছে। আগামীতে আরো বড় ভালো কিছু মাছ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে এ ধরনের দেশীয় প্রজাতির বড় বড় মাছ সংরক্ষণের জন্য অভায়শ্রম করা দরকার বলে তিনি মনে করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দের পদ্মা নদীতে জেলেদের জালে এবার ২৯ কেজি ওজনের বাগাড় ধরা

পোস্ট হয়েছেঃ ০৭:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় জেলেদের জালে এবার ২৯ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ক্রয় করেন। মাছটি সোমবার সারাদিন ফেরি ঘাটের পন্টুনের সাথে বেধে রাখার পর বিকেলে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেন তিনি।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট সংলগ্ন চাঁদনি-আরিফা মৎস্য আড়তের মালিক চান্দু মোল্লা বলেন, সোমবার ভোরে দৌলতদিয়া লঞ্চ ঘাট এলাকার বাড়িতে থাকা অবস্থায় মাছ বাজারে বড় একটি বাগাড় মাছ ধরা পড়ার খবর পেয়ে দ্রুত ছুটে যান। দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে গিয়ে দেখেন স্থানীয় আড়তদার দুলাল সরদারের আড়তে একটি বড় বাগার মাছ বিক্রির জন্য নিলামে তোলা হয়েছে। মাছটি ওজন দিয়ে দেখতে পান প্রায় ২৯ কেজি হয়েছে। এতবড় বাগার মাছটি কেনার জন্য তিনিও ওই নিলামে অংশ নেন। সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ১০৫০ টাকা কেজি দরে মাছটি ৩০ হাজার ৪৫০ টাকায় কিনে নেন। সেই সাথে তিনি আরো একটি রুই ও একটি কাতলা মাছ কিনেন। এর আগে গত বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতের দিকে বাহির চর দৌলতদিয়া এলাকা থেকে ২৫ ওজনের আরো একটি বাগাড় মাছ ধরা পড়েছিল। সেই মাছটিও তিনি কিনেছিলেন।

চান্দু মোল্লা বলেন, দৌলতদিয়ার বাহির চর এলাকার জেলে জয়নাল সরদার প্রতিদিনের মতো রোববার দিবাগত রাতে মাছ ধরতে নদীতে যায়। রাতভর মাছ না পেয়ে অনেকটা খালি হাতে মনভার করে সবাই নৌকায় বসে থাকেন। রাত শেষে ভোরের প্রথম আলো ফোটার সময় শেষ বারের মতো নদীতে ফেলা জাল তুলে যখন নৌকায় গুটিয়ে বাড়ি ফেরার চিন্তা করছিলেন। শেষ মুহুর্তে তখন জালের টান দেখে বুঝতে পারেন বড় কোন কিছু একটা ধরা পড়েছে। চিন্তা অনুযায়ী জাল গুটিয়ে নৌকায় তোলার শেষ মুহুর্তে দেখতে পান বড় একটি বাগাড় মাছ ধরা পড়েছে। মুহুর্তের মধ্যে পরিবেশ আনন্দে ভরে ওঠে। আর দেরি না করে মাছটি নিয়ে ছুটে আসেন দৌলতদিয়া মাছ বাজারে। পরে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছটি ১ হাজার ৫০ টাকা কেজি দরে কিনে নেন। তিনি সোমবার বিকেল চারটার দিকে ঢাকার গুলশান এলাকার এক ব্যবসায়ীর কাছে মাছটি বিক্রি করেছেন। তার কাছে মাছটি কেনা দামের কথা বলে গাড়িতে পাঠিয়ে দিয়েছেন। তবে তার আশা অন্তত ১১০০ টাকা কেজি দর হিসেবে ব্যবসায়ী ক্রেতা মাছটি নিবেন।

এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, বর্তমানে নদীতে পাঙ্গাশ, বাগাড় মাছের মতো বড় বড় মাছ ধরা পড়ছে। আগামীতে আরো বড় ভালো কিছু মাছ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। তবে এ ধরনের দেশীয় প্রজাতির বড় বড় মাছ সংরক্ষণের জন্য অভায়শ্রম করা দরকার বলে তিনি মনে করেন।