০৫:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ভাঙন, শুষ্ক মৌসুমেই প্রকল্পের কাজ শুরু হবে-পানি সম্পদ উপমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাট সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেয়। প্রায় ১০ মিটারের মতো এলাকায় বালুভর্তি জিওব্যাগ নিয়েই নদীতে ধ্বসে পড়ে। এর কিছুক্ষণ পর মুহুর্তে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।

তিনি রাত ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১নম্বর ফেরি ঘাট এলাকার মজিদ শেখের পাড়ার ভাঙন এলাকা পরিদর্শন করেন। তিনি নদী শাসনের কাজের গুনগত মান ঠিক রেখে স্থায়ীভাবে নদী শাসনের কাজ করার প্রতিশ্রুতি দেন। ভাঙন প্রতিরোধে গত প্রায় এক মাস ধরে কাজ করছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এ সময় কাজের যাতে কোন প্রকার ব্যাত্যয় না ঘটে এজন্য উপস্থিত পানি উন্নয়ন বোর্ড এর দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ রাজাবাড়ীর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দাদের দাবীর মূখে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এনামুল হক শামীম পরিদর্শনকালে বলেন, আগামী বর্ষা আসার আগে শুষ্ক মৌসুমেই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হবে। এটি একটি অনেক বড় প্রকল্প। এই কাজের জন্য একনেক এ বৈঠকের প্রয়োজন পড়ছে না। অনেক আগেই একনেক থেকে পাস হয়েছে। এখন শুধু অপেক্ষা দরপত্র প্রদানের। রাজাবাড়ী শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যায়ে কাজ হবে। একই সাথে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে আরো প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে মোট প্রায় ১ হাজার কোটি টাকা ব্যায়ে স্থায়ী প্রকল্পের কাজ হবে। এতবড় প্রকল্পের কাজ শুরু হলে আর ভাঙনের কোন সম্ভাবনা থাকবে না।

ভাঙন এলাকায় পরিদর্শনকালে উপমন্ত্রীর সাথে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ইউএনও আজিজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে উপমন্ত্রী রাজবাড়ী শহর রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরে রাতে সাড়ে ৮টার দিকে পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে নদী পাড়ি দিতে ফেরিতে রওয়ানা করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় ভাঙন, শুষ্ক মৌসুমেই প্রকল্পের কাজ শুরু হবে-পানি সম্পদ উপমন্ত্রী

পোস্ট হয়েছেঃ ১০:৩৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মার ভাঙন অব্যাহত রয়েছে। সোমবার সন্ধ্যার দিকে দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাট সংলগ্ন এলাকায় ভাঙন দেখা দেয়। প্রায় ১০ মিটারের মতো এলাকায় বালুভর্তি জিওব্যাগ নিয়েই নদীতে ধ্বসে পড়ে। এর কিছুক্ষণ পর মুহুর্তে ভাঙন এলাকা পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম।

তিনি রাত ৮টার দিকে দৌলতদিয়া লঞ্চ ঘাট ও ১নম্বর ফেরি ঘাট এলাকার মজিদ শেখের পাড়ার ভাঙন এলাকা পরিদর্শন করেন। তিনি নদী শাসনের কাজের গুনগত মান ঠিক রেখে স্থায়ীভাবে নদী শাসনের কাজ করার প্রতিশ্রুতি দেন। ভাঙন প্রতিরোধে গত প্রায় এক মাস ধরে কাজ করছে রাজবাড়ী পানি উন্নয়ন বোর্ড। এ সময় কাজের যাতে কোন প্রকার ব্যাত্যয় না ঘটে এজন্য উপস্থিত পানি উন্নয়ন বোর্ড এর দায়িত্বপ্রাপ্ত প্রধান প্রকৌশলীসহ রাজাবাড়ীর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।

স্থানীয় জনপ্রতিনিধি, বাসিন্দাদের দাবীর মূখে এবং সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী এনামুল হক শামীম পরিদর্শনকালে বলেন, আগামী বর্ষা আসার আগে শুষ্ক মৌসুমেই স্থায়ী প্রকল্প বাস্তবায়ন কাজ শুরু হবে। এটি একটি অনেক বড় প্রকল্প। এই কাজের জন্য একনেক এ বৈঠকের প্রয়োজন পড়ছে না। অনেক আগেই একনেক থেকে পাস হয়েছে। এখন শুধু অপেক্ষা দরপত্র প্রদানের। রাজাবাড়ী শহর রক্ষা বাঁধের জন্য প্রায় ৬০০ কোটি টাকা ব্যায়ে কাজ হবে। একই সাথে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে আরো প্রায় ৪০০ কোটি টাকা ব্যায়ে মোট প্রায় ১ হাজার কোটি টাকা ব্যায়ে স্থায়ী প্রকল্পের কাজ হবে। এতবড় প্রকল্পের কাজ শুরু হলে আর ভাঙনের কোন সম্ভাবনা থাকবে না।

ভাঙন এলাকায় পরিদর্শনকালে উপমন্ত্রীর সাথে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, সংরক্ষিত নারী সংসদ সদস্য ছালমা চৌধুরী রুমা, এ্যাড. খোদেজা নাসরিন আক্তার, পানি উন্নয়ন বোর্ডের মহা-পরিচালক ফজলুর রশিদ, জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, ইউএনও আজিজুল হক প্রমূখ উপস্থিত ছিলেন।

এর আগে উপমন্ত্রী রাজবাড়ী শহর রক্ষা বাঁধের ভাঙন এলাকা পরিদর্শন করেন। পরে রাতে সাড়ে ৮টার দিকে পরিদর্শন শেষে মন্ত্রী ঢাকার উদ্দেশ্যে নদী পাড়ি দিতে ফেরিতে রওয়ানা করেন।