জহুরুল ইসলাম, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মাদককারবারী হিসেবে চিহিৃত স্বামী-স্ত্রী দুজনকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। তাদের কাছ থেকে পুলিশ ১২ গ্রাম হেরোইন জব্দ করেছে। রোববার বিকেলে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, স্বামী-স্ত্রী তারা দুইজনই মাদক কারবারি হিসেবে চিহিৃত। গ্রেপ্তারকৃতরা হলো, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দৌলতদিয়া বাজার এলাকার আইয়ুব আলী শেখ এর ছেলে মো. আশরাফুল শেখ (৪০) এবং তার স্ত্রী শেফালী খাতুন (৩৪)। এর আগে গত শনিবার দিনগত রাতে অভিযান চালিয়ে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড দৌলতদিয়া বাজার এলাকায় তপু সরদার এর গেরেজ সংলগ্ন গলির রাস্তার উপর হতে তাদের দু’জনকে সন্দেহভাজন হিসেবে আটক করে। এসময় তাদের কাছ থেকে ১২ গ্রাম হেরোইন জব্দ করে পুলিশ। পরে তাদেরকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার করে মামলা দায়ের করে পুলিশ।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে মাদক কারবার করে আসছে। তাদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে রোববার বিকেলেই রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।