ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর চার উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থান থেকে নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় মা ইলিশ শিকারের অপরাধে ২০ জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। ২৪ ঘন্টায় কালুখালী, গোয়ালন্দ, সদর ও পাংশা উপজেলার পদ্মার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২০ জেলেকে আটক করে মৎস্য সংরক্ষন টাস্কফোর্স টিম।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৬ জেলেকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫৭ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে কারেন্ট জাল আগুনে পুরে ধ্বংস করা হয় এবং মাছ মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরন করা হয়।
শনিবার রাতে ও রোববার সকালে ২৪ ঘন্টায় অভিযানের পর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৮৬০ সালের মৎস্য সংরক্ষন আইনে জেল আর্থিক দন্ডবিধি প্রদান করা হয়। এসময় রাজবাড়ী সদর উপজেলার ৭ জেলেকে ২ দিন, গোয়ালন্দের ৫ জেলেকে ৫ দিন, কালুখালীর ২ জলেক ৫ দিন করে কারাদন্ড এবং পাংশার ৬ জনকে ৩ হাজার টাকা সহ মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জেল ও আর্থিক জরিমানা করেন কালুখালী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, গোয়ালন্দ সহকারী কমিশনার (ভূমি) মোঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আকাশ কুমার কুন্ডু ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপুল শিদার।
ইলিশের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা না মেনে মা ইলিশ শিকারের অপরাধে তাদের এ কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রোকনুজ্জামান, গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ সহ নৌপুলিশ এবং আনসার ব্যাটালিয়নের সদস্যরা।