০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে আত্তীকরণ বঞ্চিত না করে অন্তর্ভূক্তের দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

ষ্টাফ রিপোর্টারঃ প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখে কর্মরতদেরকে অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. রকিবুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে জেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, সরকারি বালিয়াকান্দি কলেজ ও সরকারি কালুখালী কলেজের শিক্ষক গন অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সংগঠনের সভাপতি ও সরকারি বালিয়াকান্দি কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মিয়া, সরকারি বালিয়াকান্দি কলেজের আতিয়ার রহমান, সরকারি কালুখালী কলেজের মাহবুব আহমেদ প্রমূখ।

সভায় ৭ দফা দাবী জানিয়ে বক্তারা বলেন, প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রজ্ঞাপন জারির তারিখে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগ দিতে হবে। প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কোনো শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ বঞ্চিত করা ও হয়রানী করা যাবে না। মন্ত্রণালয়ের আত্তীকরণের যাচাই-বাছাই কাজে বেসরকারী কলেজের নিয়োগ সর্ম্পকে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি যারা পূর্বে আত্তীকৃত হয়েছে তাদেরকে এবং বর্তমানে যারা আত্তীকৃত হতে যাচ্ছে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। যোগদানের তারিখ থেকে চাকরি শতভাগ গণনা করে কার্যকর চাকরিকাল নির্ধারণ এবং পদোন্নতিসহ সকল ক্ষেত্রেই তা কার্যকর করতে হবে। এমন সহ মোট ৭ দফা দাবী জানানো হয়। পরে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে দাবী সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে আত্তীকরণ বঞ্চিত না করে অন্তর্ভূক্তের দাবীতে শিক্ষক সমিতির মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ০৪:০১:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কাউকে আত্তীকরণ বঞ্চিত না করে প্রতিষ্ঠান সরকারিকরণের তারিখে কর্মরতদেরকে অন্তর্ভূক্ত করে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগের দাবীতে মানববন্ধন করেছে। মঙ্গলবার বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সরকারি কলেজ শিক্ষক সমিতির (সকশিস) রাজবাড়ী জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি মো. রকিবুল ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে জেলার সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, সরকারি বালিয়াকান্দি কলেজ ও সরকারি কালুখালী কলেজের শিক্ষক গন অংশ গ্রহণ করেন। এসময় বক্তব্য রাখেন সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, সংগঠনের সভাপতি ও সরকারি বালিয়াকান্দি কলেজের সহকারী অধ্যাপক রকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মিয়া, সরকারি বালিয়াকান্দি কলেজের আতিয়ার রহমান, সরকারি কালুখালী কলেজের মাহবুব আহমেদ প্রমূখ।

সভায় ৭ দফা দাবী জানিয়ে বক্তারা বলেন, প্রতিষ্ঠান সরকারিকরণের জন্য প্রজ্ঞাপন জারির তারিখে কর্মরত সকল শিক্ষক-কর্মচারীকে আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে এডহক নিয়োগ দিতে হবে। প্রাতিষ্ঠানিক ত্রুটিজনিত কারণে কোনো শিক্ষক-কর্মচারীকে আত্তীকরণ বঞ্চিত করা ও হয়রানী করা যাবে না। মন্ত্রণালয়ের আত্তীকরণের যাচাই-বাছাই কাজে বেসরকারী কলেজের নিয়োগ সর্ম্পকে অভিজ্ঞতা আছে এমন ব্যক্তি যারা পূর্বে আত্তীকৃত হয়েছে তাদেরকে এবং বর্তমানে যারা আত্তীকৃত হতে যাচ্ছে তাদের প্রতিনিধি অন্তর্ভুক্ত করতে হবে। যোগদানের তারিখ থেকে চাকরি শতভাগ গণনা করে কার্যকর চাকরিকাল নির্ধারণ এবং পদোন্নতিসহ সকল ক্ষেত্রেই তা কার্যকর করতে হবে। এমন সহ মোট ৭ দফা দাবী জানানো হয়। পরে শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক দিলসাদ বেগমের কাছে দাবী সম্বলিত প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন।