০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

করোনায় সচেতনতা সৃষ্টি করতে রাস্তায় গোয়ালন্দ পৌরসভার মেয়র

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিদিন করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অধিক ঝুঁকিতে আছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। পৌরসভা সহ চারটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার সর্বত্র মহামারী করোনা ছোঁবল মেরেছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে রয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর পক্ষ থেকে উপজেলার হত দরিদ্র মানুষের মাঝে খাবার প্রদানের পাশাপাশি গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল হাঁট-বাজারে সচেতনতা তৈরী করে যাচ্ছেন। হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে করোনার মহামারি থেকে রেহাই পাবার উপায়সহ তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দিচ্ছেন।

শনিবার বাজারের ছাগল হাটা, তরকারি, মাছ বাজার সহ বিভিন্ন পয়েন্টে মানুষকে হ্যান্ড মাইকে বলে সচেতনতা তৈরীর চেষ্টা করেন মেয়র নজরুল ইসলাম মন্ডল। দূর-দূরান্ত থেকে বাজারে আসা সাধারণ মানুষকে অহেতুক ঘোরাফেরা করতে বারণ করেন। জরুরী কাজ থাকলে দ্রুত শেষ করে বাড়ি চলে যাওয়ার অনুরোধ করেন। এসময় কারো মুখে মাস্ক, কারো হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

গোয়ালন্দ বাজার রেলষ্টেশন সংলগ্ন ছাগল হাটায় গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে মানুষক ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ছাগল বিক্রির জন্য বাজারে এনেছেন। আবার অনেকে কোরবানী দিতে বাজার থেকে ছাগল কিনতেও বাজারে এসেছেন। উভয় পক্ষের মানুষজনের কারনে আনসার ক্লাব সংলগ্ন বাজারে মানুষের বেশ সমাগম দেখা যায়।

পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনার অনুরোধ করে বলেন, এখনো যদি সচেতন না হই, পরিণতি আরো ভয়াবহ হবে। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিটি ঘরে ঘরে জ্বর-শর্দি, কাঁশি সহ করোনার উপসর্গ গিয়ে ঘরে পড়ে আছে। তারপর মানুষজন কোন তোয়াক্কা না করে হাঁট-বাজারে ভিড় করছেন।

তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল তরিতরকারিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাথে পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আ.লীগ নুর-আলম, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মিয়া প্রমূখ রয়েছেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সী বলেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর নিজস্ব উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিদিন হত দরিদ্র অর্ধ সহস্রাধিক মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে। উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

করোনায় সচেতনতা সৃষ্টি করতে রাস্তায় গোয়ালন্দ পৌরসভার মেয়র

পোস্ট হয়েছেঃ ০৯:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১১ জুলাই ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ প্রতিদিন করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় অধিক ঝুঁকিতে আছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা। পৌরসভা সহ চারটি ইউনিয়ন নিয়ে গঠিত উপজেলার সর্বত্র মহামারী করোনা ছোঁবল মেরেছে। উপজেলা প্রশাসনের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে মাঠে রয়েছেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা মুন্সীর পক্ষ থেকে উপজেলার হত দরিদ্র মানুষের মাঝে খাবার প্রদানের পাশাপাশি গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল হাঁট-বাজারে সচেতনতা তৈরী করে যাচ্ছেন। হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে করোনার মহামারি থেকে রেহাই পাবার উপায়সহ তাদের হাতে হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক তুলে দিচ্ছেন।

শনিবার বাজারের ছাগল হাটা, তরকারি, মাছ বাজার সহ বিভিন্ন পয়েন্টে মানুষকে হ্যান্ড মাইকে বলে সচেতনতা তৈরীর চেষ্টা করেন মেয়র নজরুল ইসলাম মন্ডল। দূর-দূরান্ত থেকে বাজারে আসা সাধারণ মানুষকে অহেতুক ঘোরাফেরা করতে বারণ করেন। জরুরী কাজ থাকলে দ্রুত শেষ করে বাড়ি চলে যাওয়ার অনুরোধ করেন। এসময় কারো মুখে মাস্ক, কারো হাতে হ্যান্ড স্যানিটাইজার তুলে দেন।

গোয়ালন্দ বাজার রেলষ্টেশন সংলগ্ন ছাগল হাটায় গিয়ে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে মানুষক ব্যাটারী চালিত অটোরিক্সায় করে ছাগল বিক্রির জন্য বাজারে এনেছেন। আবার অনেকে কোরবানী দিতে বাজার থেকে ছাগল কিনতেও বাজারে এসেছেন। উভয় পক্ষের মানুষজনের কারনে আনসার ক্লাব সংলগ্ন বাজারে মানুষের বেশ সমাগম দেখা যায়।

পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল হাতে হ্যান্ড মাইক নিয়ে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে বেচাকেনার অনুরোধ করে বলেন, এখনো যদি সচেতন না হই, পরিণতি আরো ভয়াবহ হবে। প্রতিদিন আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। প্রতিটি ঘরে ঘরে জ্বর-শর্দি, কাঁশি সহ করোনার উপসর্গ গিয়ে ঘরে পড়ে আছে। তারপর মানুষজন কোন তোয়াক্কা না করে হাঁট-বাজারে ভিড় করছেন।

তিনি বলেন, পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে প্রায় ৫০ হাজার হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক বিতরণ করা হয়েছে। দরিদ্র মানুষের মাঝে চাল, ডাল তরিতরকারিসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। সাথে পৌরসভার প্যানেল মেয়র ফজলুল হক, কাউন্সিলর ও উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, আ.লীগ নুর-আলম, বিশিষ্ট ব্যবসায়ী সিদ্দিক মিয়া প্রমূখ রয়েছেন।

এদিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা মুন্সী বলেন, তাঁর ব্যক্তিগত উদ্যোগে এবং তাঁর নিজস্ব উৎপাদনমূখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর পক্ষ থেকে প্রতিদিন হত দরিদ্র অর্ধ সহস্রাধিক মানুষের জন্য খাবার দেওয়া হচ্ছে। উপজেলার উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম ও ছোটভাকলা ইউনিয়নের কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের মাঝে চাল-ডাল সহ খাদ্য সামগ্রী দেয়া হচ্ছে। বিশেষ করে রাতের বেলায় পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হচ্ছে।