০৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন জাকির হোসেন

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মো. জাকির হোসেন। রোববার বিকেলে তিনি গোয়ালন্দ উপজেলার বিদায়ী ইউএনও আজিজুল হক খান এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

জাকির হোসেন প্রথমে খুলনা জেলার এনডিসি, মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল (ঢাকা সহকারী কমিশনার ভূমি ও মাদারীপুরের আরডিসি (রেভেনিউ ডেপুটি কালেক্টার) হিসাবে কর্মরত থেকে তিনি গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসাবে প্রথম যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে ২০১৬ সালের ১লা জুন  অর্ন্তভূক্ত হন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। সংসার জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ২০০৪ সালে তিনি রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্ট’স স্কাউট এবং উডব্যাজ গ্রহণ করেন। তার সহধর্মিণী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবীচপ) এর সহকারী পরিচালক এয়ার ট্রাফিক কন্ট্রোল এ কর্মরত রয়েছেন।

এর আগে গত রোববার (১২ জুন) দুপুরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলার বিদায়ী ইউএনও আজিজুল হক খানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে গোয়ালন্দের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ জাকির হোসেনকে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে  অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার মো. জাকির হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষে কাজ করবেন। এছাড়া সরকারের উন্নয়নমূলক এবং শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন।

নবাগত ইউএনও আরো বলেন, উপজেলায় যুবক, তরুণদের খেলাধুলা প্রতি আগ্রহ বাড়াতে হবে। যেন তারা মাদকসহ যে কোন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। এমনকি উপজেলার স্কাউটদের নিয়েও ভালো ভালো  সামাজিক কর্মকান্ড করার কথা জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ইউএনও হিসেবে যোগদান করলেন জাকির হোসেন

পোস্ট হয়েছেঃ ১১:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ জুন ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে যোগদান করেছেন মো. জাকির হোসেন। রোববার বিকেলে তিনি গোয়ালন্দ উপজেলার বিদায়ী ইউএনও আজিজুল হক খান এর কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

জাকির হোসেন প্রথমে খুলনা জেলার এনডিসি, মানিকগঞ্জের শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল (ঢাকা সহকারী কমিশনার ভূমি ও মাদারীপুরের আরডিসি (রেভেনিউ ডেপুটি কালেক্টার) হিসাবে কর্মরত থেকে তিনি গোয়ালন্দ উপজেলায় ইউএনও হিসাবে প্রথম যোগদান করেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৩৪ তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে ২০১৬ সালের ১লা জুন  অর্ন্তভূক্ত হন। তিনি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা। সংসার জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ২০০৪ সালে তিনি রাষ্ট্রপতির হাত থেকে প্রেসিডেন্ট’স স্কাউট এবং উডব্যাজ গ্রহণ করেন। তার সহধর্মিণী বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবীচপ) এর সহকারী পরিচালক এয়ার ট্রাফিক কন্ট্রোল এ কর্মরত রয়েছেন।

এর আগে গত রোববার (১২ জুন) দুপুরে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলার বিদায়ী ইউএনও আজিজুল হক খানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। একই সাথে গোয়ালন্দের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে মোঃ জাকির হোসেনকে বরণ করে নেওয়া হয়।অনুষ্ঠানে জেলা প্রশাসক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের জেলা শাখার সভাপতি আবু কায়সার খানের সভাপতিত্বে  অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সোমবার দুপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে নবাগত উপজেলা নির্বাহী (ইউএনও) অফিসার মো. জাকির হোসেন বলেন, গোয়ালন্দ উপজেলা থেকে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড নির্মূল করার লক্ষে কাজ করবেন। এছাড়া সরকারের উন্নয়নমূলক এবং শিক্ষা নিয়ে কাজ করতে সকলের সহযোগীতা চেয়েছেন।

নবাগত ইউএনও আরো বলেন, উপজেলায় যুবক, তরুণদের খেলাধুলা প্রতি আগ্রহ বাড়াতে হবে। যেন তারা মাদকসহ যে কোন অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে। এমনকি উপজেলার স্কাউটদের নিয়েও ভালো ভালো  সামাজিক কর্মকান্ড করার কথা জানান।