নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া জিতু মাতুব্বর পাড়ায় ফাঁকা বসত ঘরের তালা ভেঙ্গে দুধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে। চোরদল ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে বলে পরিবারের গৃতকর্তী সুমি আক্তার শুক্রবার গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
সুমি ওই গ্রামের বাসিন্দা কুয়েত প্রবাসী ইলিয়াস শেখের তালাকপ্রাপ্ত স্ত্রী। তার বাবার বাড়ি কিশোরগঞ্জ নিকলী উপজেলায়। গত ৫ সেপ্টেম্বর ভাইয়ের বিয়ের দাওয়াত খেতে সন্তানদের নিয়ে কিশোরগঞ্জ যান। খবর পেয়ে শুক্রবার বাড়ি ফিরে এমনটি দেখেন।
সুমি জানান, বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে প্রতিবেশী সূর্য নামের প্রতিবেশীর ফোন পেয়ে রাতেই গোয়ালন্দের উদ্দেশ্যে রওয়ানা করেন। শুক্রবার সকালে নিজ বাড়ি পৌছে দেখেন ঘরের দরজার তালা খোলা রয়েছে। ঘরে তল্লাশি চালিয়ে দেখেন একটি স্যামসাং কোম্পানীর ৮৫ হাজার টাকার মূল্যের টেলিভিশন, সিঙ্গার কোম্পানীর ১৭ হাজার টাকা দামের একটি ওভেন, ১০ হাজার টাকা দামের একটি বক্সসেট, ৪৮ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেইন, ৪৮ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের এক জোড়া ঝুমকা, ৫ হাজার টাকার একটি পানির মোটর, প্রায় ৬ হাজার টাকা মূল্যের কসমেটিক্স সামগ্রীসহ কৃষি ব্যাংক ও ইসলামী ব্যাংকের দুটি চেক বই ও জমির কাগজপত্র খোয়া গেছে।
সুমি বলেন, ৫ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এর মধ্যে যে কোন এক সময় অজ্ঞাতনামা চোরদল ঘরের তালা ভেঙ্গে এসব জিনিসপত্র চুরি করেছে। এ ঘটনার সাথে তার ভাশুর শহিদ শেখ, তার ছেলে মেহেদী হাসান, প্রতিবেশী জাহাঙ্গীর, আরিফ, কুদ্দুস, বাবর আলীকে সন্দেহ করছেন।
তিনি বলেন, সাবেক স্বামী ইলিয়াসের সাথে কয়েক বছর আগে ছাড়াছাড়ি হয়। প্রায় ৭ মাস আগে ভাশুরের ছেলে শহিদ শেখ এর ছেলে সিঙ্গাপুর প্রবাসী মেহেদী হাসানের সাথে দ্বিতীয় বিয়ে হয়। প্রায় এক মাস আগে তার সাথেও ৮ লাখ টাকার বিনিময়ে তালাক হয়ে যায়। এ নিয়ে মেহেদী হাসানের পরিবারের সাথে তার বিরোধ থাকায় তাদের সন্দেহ করছেন।
অভিযোগ প্রসঙ্গে জানতে মেহেদী হাসানের বাড়িতে কাওকে পাওয়া যায়নি। মেহেদীর ছোট চাচা লাভলু শেখ বলেন, তারা বিয়ের অনুষ্ঠানে দাওয়াত খেতে গেছেন। ঘরের তালা ভেঙ্গে জিনিসপত্র চুরির বিষয়ে তারা কেউ কিছুই জানেন না।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, অভিযোগ পেয়ে থানার একজন এসআইকে তদন্তে পাঠালে ঘটনাটি তার কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারন সবকটি তালা স্বাভাবিকভাবে খোলা ছিল। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হচ্ছে।