০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের চাপ অব্যাহত

ষ্টাফ রিপোর্টারঃ নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌপথ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ওই রুটের ঢাকাগামী অধিকাংশ গাড়ি দৌলতদিয়ায় আসছে। ফলে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। তবে বেশিরভাগ রয়েছে পণ্যবাহি গাড়ি।

বৃহস্পতিবার দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহি গাড়ি। কার্ভাডভ্যান, ট্রাকসহ বিভিন্ন ধরনের পণ্যবাহি গাড়ি রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির মধ্যে অনেক গাড়ি ১২ থেকে ২৪ ঘন্টা ধরে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এছাড়া দৌলতদিয়া ঘাটের যানজট কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহি গাড়ি আটকে রাখা হচ্ছে। তবে দূর পাল্লার যাত্রীবাহি বাস, পচনশীল পন্যের সহ অন্যান্য জরুরী গাড়ি লাইনে অপেক্ষা না করে সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।

যশোরের বেনাপোল থেকে আসা সরকারের বিআরটিসির পণ্যবাহি ট্রাক চালক জহিরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে যশোর থেকে তারা একত্রে অন্তত ২০টি পণ্যবাহি ট্রাক ছেড়ে আসেন। প্রতিটি গাড়িতে জাহাজ তৈরীর ষ্টীলের প্লেন সিট রয়েছে। এসব প্লেন সিট নিয়ে তাদের চট্রগ্রাম যাওয়ার কথা। বুধবার সন্ধ্যার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পৌছলে গোয়ালন্দ মোড় বা দৌলতদিয়া ঘাটের বাড়তি ঝামেলা এড়াতে রাজবাড়ী রাস্তার মোড়েই সবাই অপেক্ষা করেন। রাত শেষে গতকাল ভোরেই দৌলতদিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। তবে ঘাটে এসে লম্বা লাইনে প্রায় ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছেন। তাদের আগে অনেক গাড়ি প্রায় ১২ থেকে ২৪ ঘন্টা ধরেও আটকে আছেন।

চালক জহিরুল ইসলাম সহ আরো কয়েকজন বলেন, টার্মিনালে গাড়ি না রাখায় সারারাত রাস্তার ওপর থাকাতে তাদের অনেক ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়। রাতে ছিনতাইকারীদের তৎপরতার কারণে বাড়তি ভয়, খাবার-দাবারের সমস্যা, গোসলের সমস্যা ও শৌচাগারের সমস্যা সহ বিশ্রাম নেওয়ারও সমস্যায় পড়তে হয়। অথচ রাস্তায় না রেখে সরাসরি টার্মিনালে গাড়ি রাখলে তারা নিজেদের অন্তত সাময়িক সমস্যাগুলি সমাধান করতে পারতো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চললেও তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি পারাপারে সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সাথে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ওই রুটের ঢাকাগামী অধিকাংশ গাড়ি এই রুট দিয়ে আসায় বাড়তি চাপ পড়ছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়াঃ ফেরি চলাচল ব্যাহত, যানবাহনের চাপ অব্যাহত

পোস্ট হয়েছেঃ ০৮:০১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২০

ষ্টাফ রিপোর্টারঃ নাব্যতা সংকট ও তীব্র স্রোতের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সেই সাথে যুক্ত হয়েছে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌপথ গতকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ওই রুটের ঢাকাগামী অধিকাংশ গাড়ি দৌলতদিয়ায় আসছে। ফলে দৌলতদিয়া প্রান্তে যানবাহনের চাপ অব্যাহত রয়েছে। তবে বেশিরভাগ রয়েছে পণ্যবাহি গাড়ি।

বৃহস্পতিবার দেখা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকায় প্রায় চার কিলোমিটার লম্বা লাইনে শুধু পণ্যবাহি গাড়ি। কার্ভাডভ্যান, ট্রাকসহ বিভিন্ন ধরনের পণ্যবাহি গাড়ি রয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে আসা গাড়ির মধ্যে অনেক গাড়ি ১২ থেকে ২৪ ঘন্টা ধরে পারাপারের অপেক্ষায় আটকে রয়েছে। এছাড়া দৌলতদিয়া ঘাটের যানজট কমাতে গোয়ালন্দ মোড় এলাকায় পণ্যবাহি গাড়ি আটকে রাখা হচ্ছে। তবে দূর পাল্লার যাত্রীবাহি বাস, পচনশীল পন্যের সহ অন্যান্য জরুরী গাড়ি লাইনে অপেক্ষা না করে সরাসরি ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে।

যশোরের বেনাপোল থেকে আসা সরকারের বিআরটিসির পণ্যবাহি ট্রাক চালক জহিরুল ইসলাম বলেন, বুধবার বিকেলে যশোর থেকে তারা একত্রে অন্তত ২০টি পণ্যবাহি ট্রাক ছেড়ে আসেন। প্রতিটি গাড়িতে জাহাজ তৈরীর ষ্টীলের প্লেন সিট রয়েছে। এসব প্লেন সিট নিয়ে তাদের চট্রগ্রাম যাওয়ার কথা। বুধবার সন্ধ্যার দিকে ফরিদপুরের রাজবাড়ী রাস্তার মোড় পৌছলে গোয়ালন্দ মোড় বা দৌলতদিয়া ঘাটের বাড়তি ঝামেলা এড়াতে রাজবাড়ী রাস্তার মোড়েই সবাই অপেক্ষা করেন। রাত শেষে গতকাল ভোরেই দৌলতদিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। তবে ঘাটে এসে লম্বা লাইনে প্রায় ৫ ঘন্টা ধরে অপেক্ষা করছেন। তাদের আগে অনেক গাড়ি প্রায় ১২ থেকে ২৪ ঘন্টা ধরেও আটকে আছেন।

চালক জহিরুল ইসলাম সহ আরো কয়েকজন বলেন, টার্মিনালে গাড়ি না রাখায় সারারাত রাস্তার ওপর থাকাতে তাদের অনেক ধরনের ঝক্কি ঝামেলা পোহাতে হয়। রাতে ছিনতাইকারীদের তৎপরতার কারণে বাড়তি ভয়, খাবার-দাবারের সমস্যা, গোসলের সমস্যা ও শৌচাগারের সমস্যা সহ বিশ্রাম নেওয়ারও সমস্যায় পড়তে হয়। অথচ রাস্তায় না রেখে সরাসরি টার্মিনালে গাড়ি রাখলে তারা নিজেদের অন্তত সাময়িক সমস্যাগুলি সমাধান করতে পারতো।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক মাহবুব আলী সরদার বলেন, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট-বড় মিলে ১৬টি ফেরি চললেও তীব্র স্রোত ও নাব্যতা সংকটের কারণে ফেরি পারাপারে সমস্যা সৃষ্টি হচ্ছে। সেই সাথে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথ বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ হয়ে যাওয়ায় ওই রুটের ঢাকাগামী অধিকাংশ গাড়ি এই রুট দিয়ে আসায় বাড়তি চাপ পড়ছে।