ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ স্বাধীনতার ৪৯ বছর পর রাজবাড়ী জেলার গোয়ালন্দের বাহাদুরপুরে মহান মুক্তিযুদ্ধের ১৯৭১ সালের গোয়ালন্দ সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ মার্চ) দুপুরে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুরে রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার ফলক উন্মোচন করে ভাস্কর্য নির্মাণ কাজের উদ্বোধন করেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে শহীদ আনসার মহিউদ্দিন বাহিনী গঠন করে ৮নম্বর সেক্টরে গোয়ালন্দের বাহাদুরপুরে সম্মুখ যুদ্ধ ও প্রতিরোধ করেন। শহীদ আনসার মহিউদ্দিনের নেতৃত্বে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর, এলাকায় পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ গড়ে তোলা হয়। এসব যুদ্ধে মহিউদ্দিন বাহিনীর অনেক মুক্তিযোদ্ধা শাহাদৎ বরণ করেন। গোয়ালন্দে সম্মুখযুদ্ধ ও প্রতিরোধ স্মৃতি মুক্তিযুদ্ধ ভাস্কর্য পরিষদের আহবায়ক ইঞ্জিনিয়ার শেখ জুয়েল বাহাদুরের সভাপতিত্বে ও পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দের কৃতিসন্তান রাজবাড়ী জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, জেলা পরিষদ ১নং নং ওয়ার্ড সদস্য মো. ইউনুস মোল্লা, সংরক্ষিত মহিলা আসনের সদস্য নুরজাহান বেগম, উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলজার হোসেন মৃধাসহ প্রমুখ।
অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার বলেন, আমার নিজ এলাকায় স্বাধীনতার ৪৯ বছর পর মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ কাজ উদ্বোধন করতে পেরে মুক্তিযোদ্ধা হিসেবে আমি গর্বিত। মুক্তিযুদ্ধের স্মৃতি চিহ্নগুলি সংরক্ষণের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলেই আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারব।