০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

মাদক সেবন করে অশান্ত পরিবেশ সৃষ্টির অভিযোগে চরমপন্থী নেতাসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির এক বাড়িতে কয়েক বন্ধু মিলে ইয়াবা সেবনের পর পরিবেশ শান্তি বিনষ্ট ও বিরক্তির অভিযোগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার গভীররাতে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের ফরিদপুর অঞ্চলের সরকারের কাছে আত্মসমর্পনকারী এক প্রভাবশালী এক নেতাও রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার আইয়ুব হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (৩৬)। তিনি বর্তমানে ফরিদপুরের গোয়ালচামট এলাকায় বাস করেন। তার বিরুদ্ধে মাঝেমধ্যে দলবল নিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে এসে মাদক সেবনসহ অপ্রিতিকর পরিবেশ তৈরীর অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে চরমপন্থী সর্বহারা দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নেতা হিসেবে পাবনায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করেন। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত আব্দুল কাদের শেখ এর ছেলে ফরিদুজ্জামান ওরফে ফরিদ শেখ (৩৪), ফরিদপুর কোতয়ালী থানার পূর্ব খাবাসপুর এলাকার মৃত কামরুল হাসান এর ছেলে আবিদ হাসান ওরফে আলিফ (৩৩), ফরিদপুরের ঝিলটুলির আলামিন মোল্লার ছেলে জিহাদুল ইসলাম ওরফে আরিফ (২৬), ওই শহরের পূর্ব খাবাসপুর হেলাল শেখ এর ছেলে রাজু শেখ (২২) এবং দৌলতদিয়া যৌনপল্লির বাড়ির মালিক মোশাররফ হোসেন মন্ডল এর ছেলে কনক মন্ডল (৩০)। পুলিশ এ সময় কনক মন্ডলের বাড়ি থেকে ইয়াবা সেবনের আলামত হিসেবে ১১টি গ্যাসলাইট, ইয়াবা সেবনের রাংতা দিয়ে তৈরী ৪টি ফয়েল কাগজ, সাদা কাগজে তৈরী ইয়াবা সেবনের ১৩টি পাইপ, ৮টি সেভেন আপ এর মুখা, ৩টি ইয়াবার ভাঙ্গা অংশ।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই দেওয়ান শামীম খান জানান, রোববার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় মহাসড়কে টহলরত অবস্থায় খবর পান যৌনপল্লির কনকের বাড়িতে ককেজন মিলে ইয়াবা সেবনের পর নেশাগ্রস্থ অবস্থায় পরিবেশ অশান্ত সৃষ্টি করছে। সেই সাথে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি করছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে জানালে তাঁর নির্দেশ মতো রাত সাড়ে ১০টার দিকে কনক মন্ডলের বাড়িতে পুলিশ সংবাদের সত্যতা পায়। সরকারের কাছে আত্মসমর্পনকৃত নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা দলের ফরিদপুর অঞ্চলের নেতা আনোয়ার হোসেনসহ ৬জনকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন এর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যকলাপ এর দুটি, ফরিদুজ্জামান ওরফে ফরিদ শেখ এর বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনে, আবিদ হাসান ওরফে আলিফের বিরুদ্ধে তিনটি, জিহাদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে একটি এবং কনক মন্ডলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

মাদক সেবন করে অশান্ত পরিবেশ সৃষ্টির অভিযোগে চরমপন্থী নেতাসহ গ্রেপ্তার ৬

পোস্ট হয়েছেঃ ০৭:৪২:৩৬ অপরাহ্ন, বুধবার, ৩ ফেব্রুয়ারী ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লির এক বাড়িতে কয়েক বন্ধু মিলে ইয়াবা সেবনের পর পরিবেশ শান্তি বিনষ্ট ও বিরক্তির অভিযোগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মঙ্গলবার গভীররাতে ৬ জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সর্বহারা দলের ফরিদপুর অঞ্চলের সরকারের কাছে আত্মসমর্পনকারী এক প্রভাবশালী এক নেতাও রয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া শামসু মাষ্টার পাড়ার আইয়ুব হোসেন এর ছেলে আনোয়ার হোসেন (৩৬)। তিনি বর্তমানে ফরিদপুরের গোয়ালচামট এলাকায় বাস করেন। তার বিরুদ্ধে মাঝেমধ্যে দলবল নিয়ে দৌলতদিয়া যৌনপল্লিতে এসে মাদক সেবনসহ অপ্রিতিকর পরিবেশ তৈরীর অভিযোগ রয়েছে। কয়েক বছর আগে চরমপন্থী সর্বহারা দলের বৃহত্তর ফরিদপুর অঞ্চলের আঞ্চলিক নেতা হিসেবে পাবনায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পন করেন। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, গোয়ালন্দের উত্তর দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত আব্দুল কাদের শেখ এর ছেলে ফরিদুজ্জামান ওরফে ফরিদ শেখ (৩৪), ফরিদপুর কোতয়ালী থানার পূর্ব খাবাসপুর এলাকার মৃত কামরুল হাসান এর ছেলে আবিদ হাসান ওরফে আলিফ (৩৩), ফরিদপুরের ঝিলটুলির আলামিন মোল্লার ছেলে জিহাদুল ইসলাম ওরফে আরিফ (২৬), ওই শহরের পূর্ব খাবাসপুর হেলাল শেখ এর ছেলে রাজু শেখ (২২) এবং দৌলতদিয়া যৌনপল্লির বাড়ির মালিক মোশাররফ হোসেন মন্ডল এর ছেলে কনক মন্ডল (৩০)। পুলিশ এ সময় কনক মন্ডলের বাড়ি থেকে ইয়াবা সেবনের আলামত হিসেবে ১১টি গ্যাসলাইট, ইয়াবা সেবনের রাংতা দিয়ে তৈরী ৪টি ফয়েল কাগজ, সাদা কাগজে তৈরী ইয়াবা সেবনের ১৩টি পাইপ, ৮টি সেভেন আপ এর মুখা, ৩টি ইয়াবার ভাঙ্গা অংশ।

গোয়ালন্দ ঘাট থানার এস.আই দেওয়ান শামীম খান জানান, রোববার (২ ফেব্রুয়ারী) রাত পৌনে দশটার দিকে দৌলতদিয়া ক্যানালঘাট এলাকায় মহাসড়কে টহলরত অবস্থায় খবর পান যৌনপল্লির কনকের বাড়িতে ককেজন মিলে ইয়াবা সেবনের পর নেশাগ্রস্থ অবস্থায় পরিবেশ অশান্ত সৃষ্টি করছে। সেই সাথে জনসাধারণের শান্তি বিনষ্ট ও বিরক্তি করছে। বিষয়টি গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীরকে জানালে তাঁর নির্দেশ মতো রাত সাড়ে ১০টার দিকে কনক মন্ডলের বাড়িতে পুলিশ সংবাদের সত্যতা পায়। সরকারের কাছে আত্মসমর্পনকৃত নিষিদ্ধ চরমপন্থী সর্বহারা দলের ফরিদপুর অঞ্চলের নেতা আনোয়ার হোসেনসহ ৬জনকে গ্রেপ্তার করে। রাত সাড়ে ১১টার দিকে গোয়ালন্দ ঘাট থানায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আনোয়ার হোসেন এর বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী ও গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্রসহ সন্ত্রাসী কার্যকলাপ এর দুটি, ফরিদুজ্জামান ওরফে ফরিদ শেখ এর বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য আইনে, আবিদ হাসান ওরফে আলিফের বিরুদ্ধে তিনটি, জিহাদুল ইসলাম ওরফে আরিফের বিরুদ্ধে একটি এবং কনক মন্ডলের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় একটি মাদকদ্রব্য আইনে মামলা রয়েছে। গতকাল বুধবার সকালে তাদের রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।