০৬:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা এর নির্দেশনায় রোববার (১০ অক্টোবর) বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ।

এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর অংশের চর জৌকুড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ ফারুখ হোসেন নামের এক ব্যক্তিতে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

একই সাথে ড্রেজার অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়। এসময় রাজবাড়ী জেলা পুলিশের উপপরিদর্শক (এস আই) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এর আগে গতকাল শনিবার (৯ অক্টোবর দুপুর ২ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুন্ডু ও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এর নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে গোদার বাজার হতে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তবে এসময় অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

পোস্ট হয়েছেঃ ০৯:৫৩:০১ অপরাহ্ন, রবিবার, ১০ অক্টোবর ২০২১

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন অংশে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে।

জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব সূবর্ণা রাণী সাহা এর নির্দেশনায় রোববার (১০ অক্টোবর) বিকাল ৩টা হতে সন্ধ্যা ৭টা পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ।

এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর অংশের চর জৌকুড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ ফারুখ হোসেন নামের এক ব্যক্তিতে তিন লাখ টাকা জরিমানা করা হয়। তিনি রাজবাড়ী সদর উপজেলার ধুঞ্চি গ্রামের মৃত আবুল হোসেন এর ছেলে। তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৩ লাখ টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়।

একই সাথে ড্রেজার অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়। এসময় রাজবাড়ী জেলা পুলিশের উপপরিদর্শক (এস আই) রাশেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল সহযোগিতা করেন।

এর আগে গতকাল শনিবার (৯ অক্টোবর দুপুর ২ টা হতে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজবাড়ী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আকাশ কুন্ডু ও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এর নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে গোদার বাজার হতে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

তবে এসময় অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জেলা প্রশাসকের কার্যালয় সূত্র জানায়।