নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর স্বনামধন্য আদর্শ সরকারী মহিলা কলেজে নতুন শিক্ষার্থীদের নবীন বরণ ও বার্ষিক সাহিত্য সংস্কৃতি প্রতিযোগীতার পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে সরকারী আদর্শ কলেজের অধ্যক্ষ প্রফেসর দিলিপ কুমার করের সভাপতিত্বে অত্র কলেজ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোর্শেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন সরকারী আদর্শ মহিলা কলেজ উপাধ্যক্ষ একেএম একরামুল করিম।
পরে অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীদের আয়োজনে নৃত্য, গান ও আবৃত্তি পরিবেশন করা হয়।