০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে পিকআপভ্যানসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ছাগল চুরিতে ব্যবহৃত একটি চোরাই পিকআপসহ নরসিংদী থেকে চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী নরসিংদীর ব্রাক্ষনপাড়া সাগর ঘোষের ছেলে আনন্দ ঘোষ (১৯)। তাকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নরসিংদী সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যমতে পরদিন শুক্রবার সকাল ৮ টার সময় নরসিংদীর মাধবদী থানার ভগিরথপুর এলাকার মো. রাজাউল ভুইয়ার গাড়ির গ্যারেজ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের নাম্বার বিহীনTata ex2 মডেলের ছোট পিকআপ (ট্রাক) উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সুলাইমান হোসেন (৪৫), বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, সুলাইমান হোসেন ও তার ব্যবসায়ীক পার্টনার রশিদ মন্ডল ছাগল ব্যবসায়ী। সুলাইমান ও আমার ব্যবসায়ীক পার্টনার রশিদ মন্ডল দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়াস্থ খবির মাঝির নিকট থেকে গত ১০জুলাই রাত অনুমান ১১টার সময় ১ লাখ ৯২ হাজার টাকার বড় আকৃতির ১০টি খাসি ছাগল ও মাঝারি আকৃতির ০৩টি ধারী ছাগলসহ ১৩টি ছাগল ক্রয় করে। ছাগলগুলো ঢাকায় নিতে তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল দৌলতদিয়া বাজার রেল গেইট হতে একটি পিকাপ ভাড়া করে। পিকাপ ড্রাইভারকে গোয়ালন্দ ঘাট থানাধীন হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ সমীর শেখের মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর আসতে বলে। পরবর্তীতে অজ্ঞাতনামা ৩ জন পিকআপ নিয়ে উক্ত স্থানে আসলে ১১ জুলাই রাত ১টার সময় তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল উক্ত পিকাপে ছাগলগুলো লোড করে।

ওই দিন রাত অনুমান দেড়টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি ও তার পার্টনার রশিদ মন্ডলকে পিকাপে রেখে খবির মাঝির বাড়ীতে সুলাইমানের মোবাইল আনতে যায়। সুলাইমান মোবাইল আনতে এবং তার পার্টনার রশিদ মন্ডল ছাগলের জন্য খাবার আনতে যায়। পরবর্তীতে তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল এসে দেখেন তাদের ছাগল লোড করা পিকাপটি নাই। রশিদ মন্ডল ও সুলাইমান তাদের মোবাইল নম্বর থেকে আসামীর নম্বরে একাধিকবার ফোন করলে ফোন নম্বর বন্ধ পায়। এছাড়াও আশপাশের এলাকায় অনেক খোঁজার পর তারা বুঝতে পারে ওই রাতে অজ্ঞাতনামা ৩ জন আসামী উক্ত ছাগলগুলো চুরি করে পিকাপ যোগে অজ্ঞাতস্থানে চলে গেছে। পরবর্তীতে তিনি পার্টনার রশিদ মন্ডল বিভিন্নস্থানে খোঁজ করে কোথাও পায়নি। অজ্ঞাতনামা ৩জন আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সুলাইমান হোসেনের মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশ তৎপর চালায়। বাদীর দেওয়া মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আসামী গ্রেপ্তারসহ চোরাইকাজে ব্যাবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়। বাকী আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। আসামীকে শনিবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

প্রযুক্তির সহায়তায় নরসিংদী থেকে পিকআপভ্যানসহ চোর চক্রের সদস্য গ্রেপ্তার

পোস্ট হয়েছেঃ ১১:৪৪:১৬ অপরাহ্ন, শনিবার, ১৩ অগাস্ট ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ছাগল চুরিতে ব্যবহৃত একটি চোরাই পিকআপসহ নরসিংদী থেকে চোর চক্রের সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত আসামী নরসিংদীর ব্রাক্ষনপাড়া সাগর ঘোষের ছেলে আনন্দ ঘোষ (১৯)। তাকে গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে নরসিংদী সদর থানার নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে।

তার দেওয়া তথ্যমতে পরদিন শুক্রবার সকাল ৮ টার সময় নরসিংদীর মাধবদী থানার ভগিরথপুর এলাকার মো. রাজাউল ভুইয়ার গাড়ির গ্যারেজ থেকে চোরাই কাজে ব্যবহৃত একটি নীল রংয়ের নাম্বার বিহীনTata ex2 মডেলের ছোট পিকআপ (ট্রাক) উদ্ধার করে পুলিশ।

জানা যায়, সুলাইমান হোসেন (৪৫), বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, সুলাইমান হোসেন ও তার ব্যবসায়ীক পার্টনার রশিদ মন্ডল ছাগল ব্যবসায়ী। সুলাইমান ও আমার ব্যবসায়ীক পার্টনার রশিদ মন্ডল দৌলতদিয়া হোসেন মন্ডল পাড়াস্থ খবির মাঝির নিকট থেকে গত ১০জুলাই রাত অনুমান ১১টার সময় ১ লাখ ৯২ হাজার টাকার বড় আকৃতির ১০টি খাসি ছাগল ও মাঝারি আকৃতির ০৩টি ধারী ছাগলসহ ১৩টি ছাগল ক্রয় করে। ছাগলগুলো ঢাকায় নিতে তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল দৌলতদিয়া বাজার রেল গেইট হতে একটি পিকাপ ভাড়া করে। পিকাপ ড্রাইভারকে গোয়ালন্দ ঘাট থানাধীন হোসেন মন্ডল পাড়া সাকিনস্থ সমীর শেখের মুদিখানা দোকানের সামনে পাকা রাস্তার উপর আসতে বলে। পরবর্তীতে অজ্ঞাতনামা ৩ জন পিকআপ নিয়ে উক্ত স্থানে আসলে ১১ জুলাই রাত ১টার সময় তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল উক্ত পিকাপে ছাগলগুলো লোড করে।

ওই দিন রাত অনুমান দেড়টার সময় ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তিনি ও তার পার্টনার রশিদ মন্ডলকে পিকাপে রেখে খবির মাঝির বাড়ীতে সুলাইমানের মোবাইল আনতে যায়। সুলাইমান মোবাইল আনতে এবং তার পার্টনার রশিদ মন্ডল ছাগলের জন্য খাবার আনতে যায়। পরবর্তীতে তিনি ও তার পার্টনার রশিদ মন্ডল এসে দেখেন তাদের ছাগল লোড করা পিকাপটি নাই। রশিদ মন্ডল ও সুলাইমান তাদের মোবাইল নম্বর থেকে আসামীর নম্বরে একাধিকবার ফোন করলে ফোন নম্বর বন্ধ পায়। এছাড়াও আশপাশের এলাকায় অনেক খোঁজার পর তারা বুঝতে পারে ওই রাতে অজ্ঞাতনামা ৩ জন আসামী উক্ত ছাগলগুলো চুরি করে পিকাপ যোগে অজ্ঞাতস্থানে চলে গেছে। পরবর্তীতে তিনি পার্টনার রশিদ মন্ডল বিভিন্নস্থানে খোঁজ করে কোথাও পায়নি। অজ্ঞাতনামা ৩জন আসামী করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করা হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, সুলাইমান হোসেনের মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে থানা পুলিশ তৎপর চালায়। বাদীর দেওয়া মোবাইল নাম্বার ট্র্যাকিং করে আসামী গ্রেপ্তারসহ চোরাইকাজে ব্যাবহৃত পিকআপভ্যান জব্দ করা হয়। বাকী আসামীদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে। আসামীকে শনিবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়।