০৭:০২ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তারের বাসায় বিএনপির কেন্দ্রীয় নেতারা

মনিম হোসেন ও মইন মৃধা, রাজবাড়ীঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপত্তিকর পোষ্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত রাজবাড়ীর রক্তকন্যাখ্যাত রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া আক্তার স্মৃতির বাসা প‌রিদর্শন ক‌রে‌ছে কেন্দ্রীয় বিএন‌পির নেতা সহ জেলার বিএন‌পির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ চার সদস্যের প্রতিনিধি দল রাজবাড়ী পৌর শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গায় সোনিয়া আক্তার স্মৃতির বাড়িতে আসেন। এসময় তারা দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা ঘোষণা দেন, সোনিয়াকে আইনিসহ সব ধরনের সহযোগিতা করবে বিএনপি।

নিপুন রায় বলেন, সোনিয়া আক্তার স্মৃতি “রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব” এর প্রতিষ্ঠাতা এবং রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী। তাকে অমানবিকভাবে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্মৃতির দুই শিশু সন্তান এবং পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমরা বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম এবং নারী ও শিশু অধিকার ফোরাম এর প্রতিনিধি দল রাজবাড়ীতে এসেছি।

তিনি আরো বলেন, গভীররাতে স্মৃতির বাসায় তার দুইটি শিশু সন্তানকে থাকার পরও তাকে পুলিশ বাড়ি থেকে নিয়ে গেছে। স্মৃতিকে তুলে নিয়ে যাওয়ার পর অবুঝ দুই শিশু সন্তান বাসায় একা পড়ে ছিলো এই সরকারের কি বিবেক বুদ্ধি হারিয়ে গেছে।

এসময় শামা ওবায়েদ বলেন, সোনিয়া আক্তার স্মৃতির জন্য যত রকম আইনী সহায়তা লাগবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা-ই দেবেন। এরই মধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে কথাও বলেছেন। গ্রেপ্তারের খবর পাওয়ার পর থেকে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। আমরাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে এসেছি।

তিনি আরো বলেন, শুধু সোনিয়া আক্তার স্মৃতি নয়, এভাবে সরকারের দ্বারা নির্যাতিত প্রতিটি পরিবারের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। আমাদের ক্ষমতার দরকার নেই; আমাদের দরকার জনগণের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য। গ্রেপ্তারের পর তাকে গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাদী মো. সামসুল আরেফিন চৌধুরীর এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ দন্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে গ্রেপ্তারকৃত সোনিয়া আক্তারের বাসায় বিএনপির কেন্দ্রীয় নেতারা

পোস্ট হয়েছেঃ ০৭:০৫:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অক্টোবর ২০২২

মনিম হোসেন ও মইন মৃধা, রাজবাড়ীঃ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপত্তিকর পোষ্ট দেওয়ার অভিযোগে গ্রেপ্তারকৃত রাজবাড়ীর রক্তকন্যাখ্যাত রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া আক্তার স্মৃতির বাসা প‌রিদর্শন ক‌রে‌ছে কেন্দ্রীয় বিএন‌পির নেতা সহ জেলার বিএন‌পির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে ঢাকা থেকে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী সহ চার সদস্যের প্রতিনিধি দল রাজবাড়ী পৌর শহরের ৩ নম্বর বেড়াডাঙ্গায় সোনিয়া আক্তার স্মৃতির বাড়িতে আসেন। এসময় তারা দুই শিশু সন্তানসহ পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। তারা ঘোষণা দেন, সোনিয়াকে আইনিসহ সব ধরনের সহযোগিতা করবে বিএনপি।

নিপুন রায় বলেন, সোনিয়া আক্তার স্মৃতি “রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব” এর প্রতিষ্ঠাতা এবং রাজবাড়ী জেলা মহিলা দলের নেত্রী। তাকে অমানবিকভাবে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে স্মৃতির দুই শিশু সন্তান এবং পরিবারের সাথে সাক্ষাৎ করতে আমরা বিএনপির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক টিম এবং নারী ও শিশু অধিকার ফোরাম এর প্রতিনিধি দল রাজবাড়ীতে এসেছি।

তিনি আরো বলেন, গভীররাতে স্মৃতির বাসায় তার দুইটি শিশু সন্তানকে থাকার পরও তাকে পুলিশ বাড়ি থেকে নিয়ে গেছে। স্মৃতিকে তুলে নিয়ে যাওয়ার পর অবুঝ দুই শিশু সন্তান বাসায় একা পড়ে ছিলো এই সরকারের কি বিবেক বুদ্ধি হারিয়ে গেছে।

এসময় শামা ওবায়েদ বলেন, সোনিয়া আক্তার স্মৃতির জন্য যত রকম আইনী সহায়তা লাগবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তা-ই দেবেন। এরই মধ্যে তিনি আইনজীবীদের সঙ্গে কথাও বলেছেন। গ্রেপ্তারের খবর পাওয়ার পর থেকে তিনি এ ব্যাপারে সংশ্লিষ্ট সবার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছেন। আমরাও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে এখানে এসেছি।

তিনি আরো বলেন, শুধু সোনিয়া আক্তার স্মৃতি নয়, এভাবে সরকারের দ্বারা নির্যাতিত প্রতিটি পরিবারের দায়িত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়েছেন। আমাদের ক্ষমতার দরকার নেই; আমাদের দরকার জনগণের ভালোবাসা। এই ভালোবাসা নিয়ে বিএনপি সামনের দিকে এগিয়ে যাবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে রাজবাড়ী পৌরসভার ৩নং বেড়াডাঙ্গা এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বেড়াডাঙ্গা এলাকার মো. খোকনের স্ত্রী। তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা ও রাজবাড়ী মহিলা দলের সদস্য। গ্রেপ্তারের পর তাকে গতকাল বুধবার তাকে আদালতে পাঠানো হলে আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বাদী মো. সামসুল আরেফিন চৌধুরীর এজাহারের প্রেক্ষিতে রাজবাড়ী সদর থানা পুলিশ দন্ডবিধি ১৫৩ ও ৫০৫ ধারায় মামলা গ্রহণ করে।