০৬:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

খানখানাপুরে রকি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে আরিফুল ইসলাম রকি (২৭) হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ৬নং খানখানাপুর ইউনিয়ন বাসীর ব্যানারে খানখানাপুর বড় ব্রিজ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে রকির পিতা আব্দুল রাজ্জাক বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। তা না হলে দেশে অপরাধীদের সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পাবে। আমি আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি চাই।

বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে রকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করছি।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহিনী ইনস্টিটিউটের এর সামনে থেকে ২টি মোটরসাইকেলে দূর্বৃত্তরা এসে গুলি করে হত্যা করে রকিকে। এ ঘটনায় রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জন আসামীর নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

খানখানাপুরে রকি হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন

পোস্ট হয়েছেঃ ১০:৪৪:৩২ অপরাহ্ন, সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুরে আরিফুল ইসলাম রকি (২৭) হত্যাকারীদের ফাঁসির দাবিতে নিহতের পরিবার ও এলাকাবাসী মানববন্ধন করেছেন। সোমবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী ৬নং খানখানাপুর ইউনিয়ন বাসীর ব্যানারে খানখানাপুর বড় ব্রিজ সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়কের পাশে শতাধিক লোকের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত এলাকাবাসী ও নিহতের স্বজনরা প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।

মানববন্ধনে রকির পিতা আব্দুল রাজ্জাক বলেন, আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের ফাঁসি দিতে হবে। তা না হলে দেশে অপরাধীদের সংখ্যা আরও দ্রুত বৃদ্ধি পাবে। আমি আমার ছেলের হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবি চাই।

বক্তারা বলেন, পূর্ব শত্রুতার জেরে রকিকে গুলি করে হত্যা করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাই হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবি করছি।

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় খানখানাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন সুরাজ মোহিনী ইনস্টিটিউটের এর সামনে থেকে ২টি মোটরসাইকেলে দূর্বৃত্তরা এসে গুলি করে হত্যা করে রকিকে। এ ঘটনায় রকির বাবা আব্দুর রাজ্জাক শেখ বাদী হয়ে ১৬ জন আসামীর নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।