০৪:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ২৫ কেজি ওজনের পদ্মার এক বোয়াল বিক্রি হলো অর্ধ লক্ষাধিক টাকায়!

রাজবাড়ীমেইল ডেস্কঃ পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ায় এবার জেলেদের জালে প্রায় ২৫ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৭ হাজার টাকায় মাছটি দৌলতদিয়া ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তদার শাজাহান শেখ ও নুরু শেখ কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট শাকিল-সোহান মৎস্য আড়তের পরিচালক শাজাহান শেখ জানান, মঙ্গলবার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনায় গোয়ালন্দের দেবগ্রাম অঞ্চলে জেলে কালিয়া হালদার জাল ফেলেন। তার আগে সোমবার রাতভর জাল ফেলে কয়েকবার চেষ্টা করেও তেমন মাছ পাননি। রাত শেষে ভোরে জালে বিশাল এক ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার শেষ মুহুর্তে দেখতে পারেন বিশাল এক বোয়াল মাছ। দ্রুত মাছটি বিক্রির জন্য আনেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। স্থানীয় নাটো মোল্লার আড়তে এনে ওজন দিয়ে দেখতে পান বোয়ালটির ওজন প্রায় ২৫ কেজি। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি ৬৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

শাজাহান শেখ বলেন, মাছটি ফেরি ঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁেধ রাখলে উৎসুক অনেকে দেখতে সেখানে ভিড় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন, পরিচিত ব্যবসায়ীদের অবগত করেন। ঢাকার এক শিল্পপতির কাছে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। এ ধরনের পদ্মার বোয়াল মাছটি কয়েক বছরের মধ্যে প্রথম ধরা পড়েছে, সহজে দেখা মেলেনা। তার মতে দুই দিন আগেও পদ্মা নদীতে আরো একটি প্রায় ১৭ কেজি ওজনের বোয়াল ধরা পড়েছিল। ২১ কেজি ওজনের একটি কাতলা মাছও ধরা পড়েছিল। বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে মাঝেমধ্যে বড় বড় দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।

এদিকে শনিবার দিবাগত মধ্যরাতের দিকে পদ্মা নদীর দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটের কাছে স্থানীয় জেলে জামাল হালদারের জালে প্রায় ২১ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। একই দিন তার আগে পদ্মা ও যমুনার মোহনায় উপজেলার দেবগ্রাম অঞ্চলে রাজবাড়ী সদর উপজেলার জেলে শুকুর হালদারের জালে আরো প্রায় ২১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছ দুটি জেলেরা ৭২ হাজা টাকায় বিক্রি করেছেন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে এবং কাতলা মাছটি স্থানীয় আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেন। এরমধ্যে বোয়াল মাছ দুপুরের আগে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছটি দুপুরের পর ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়। এ ধরনের মাছের প্রজনন রক্ষায় অভয়াশ্রম করা খুবই দরকার বলে উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

এবার ২৫ কেজি ওজনের পদ্মার এক বোয়াল বিক্রি হলো অর্ধ লক্ষাধিক টাকায়!

পোস্ট হয়েছেঃ ১০:৩৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ পদ্মা নদীর রাজবাড়ীর দৌলতদিয়ায় এবার জেলেদের জালে প্রায় ২৫ কেজি ওজনের বিশাল এক বোয়াল মাছ ধরা পড়েছে। মঙ্গলবার ভোরে পদ্মা ও যমুনা নদীর মোহনায় মাছটি ধরা পড়ে। ২ হাজার ৭০০ টাকা কেজি দরে ৬৭ হাজার টাকায় মাছটি দৌলতদিয়া ঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তদার শাজাহান শেখ ও নুরু শেখ কিনেন।

দৌলতদিয়ার ৫নম্বর ফেরিঘাট শাকিল-সোহান মৎস্য আড়তের পরিচালক শাজাহান শেখ জানান, মঙ্গলবার ভোরে পদ্মা-যমুনা নদীর মোহনায় গোয়ালন্দের দেবগ্রাম অঞ্চলে জেলে কালিয়া হালদার জাল ফেলেন। তার আগে সোমবার রাতভর জাল ফেলে কয়েকবার চেষ্টা করেও তেমন মাছ পাননি। রাত শেষে ভোরে জালে বিশাল এক ঝাকি দিলে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল গুটিয়ে নৌকায় তোলার শেষ মুহুর্তে দেখতে পারেন বিশাল এক বোয়াল মাছ। দ্রুত মাছটি বিক্রির জন্য আনেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন মাছ বাজারে। স্থানীয় নাটো মোল্লার আড়তে এনে ওজন দিয়ে দেখতে পান বোয়ালটির ওজন প্রায় ২৫ কেজি। নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে তিনি ২ হাজার ৭০০ টাকা কেজি দরে মাছটি ৬৭ হাজার ৫০০ টাকায় কিনে নেন।

শাজাহান শেখ বলেন, মাছটি ফেরি ঘাটের পন্টুনে রশি দিয়ে বেঁেধ রাখলে উৎসুক অনেকে দেখতে সেখানে ভিড় করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরেন, পরিচিত ব্যবসায়ীদের অবগত করেন। ঢাকার এক শিল্পপতির কাছে ৩ হাজার টাকা কেজি দরে ৭৫ হাজার টাকায় বিক্রি করেন। এ ধরনের পদ্মার বোয়াল মাছটি কয়েক বছরের মধ্যে প্রথম ধরা পড়েছে, সহজে দেখা মেলেনা। তার মতে দুই দিন আগেও পদ্মা নদীতে আরো একটি প্রায় ১৭ কেজি ওজনের বোয়াল ধরা পড়েছিল। ২১ কেজি ওজনের একটি কাতলা মাছও ধরা পড়েছিল। বর্তমানে পদ্মা ও যমুনা নদীতে মাঝেমধ্যে বড় বড় দেশীয় প্রজাতির সুস্বাদু মাছ ধরা পড়ছে।

এদিকে শনিবার দিবাগত মধ্যরাতের দিকে পদ্মা নদীর দৌলতদিয়ার ১নম্বর ফেরি ঘাটের কাছে স্থানীয় জেলে জামাল হালদারের জালে প্রায় ২১ কেজি ওজনের একটি কাতলা মাছ ধরা পড়ে। একই দিন তার আগে পদ্মা ও যমুনার মোহনায় উপজেলার দেবগ্রাম অঞ্চলে রাজবাড়ী সদর উপজেলার জেলে শুকুর হালদারের জালে আরো প্রায় ২১ কেজি ওজনের একটি বোয়াল মাছ ধরা পড়ে। মাছ দুটি জেলেরা ৭২ হাজা টাকায় বিক্রি করেছেন।

দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মাসুদ মোল্লা ২১ কেজি ওজনের বোয়াল মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে এবং কাতলা মাছটি স্থানীয় আরেক ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে কিনেন। এরমধ্যে বোয়াল মাছ দুপুরের আগে ২ হাজার ২০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কাতলা মাছটি দুপুরের পর ১ হাজার ৪০০ টাকা কেজি দরে বিক্রি হয়ে যায়। এ ধরনের মাছের প্রজনন রক্ষায় অভয়াশ্রম করা খুবই দরকার বলে উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ জানান।