নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৫ গ্রাম হেরোইনসহ এক যুবককে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আটককৃত যুবক হলো, রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর মল্লিকপাড়া এলাকার ইব্রাহিম মল্লিক এর ছেলে নুর মোহাম্মাদ বাবু মল্লিক (৩৯)।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী ডিবি পুলিশের ওসি মোহাম্মদ মনিরুজ্জামান খান এর নেতৃত্বে শনিবার (১১ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এসআই মো. মোতালেব হোসেন, এএসআই শফিকুল ইসলাম, এএসআই মো. মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে রাজবাড়ীর দৌলতদিয়া বাজার শহীদ মিনার এর পাশ থেকে ৫গ্রাম হেরোইনসহ তাকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ (৫০ পুড়িয়া) তাকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।