০৭:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় চার দালালের অর্থদন্ড

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবৈধভাবে চালকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে ফেরিতে গাড়ি আগে উঠিয়ে দেওয়ার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ চার ব্যক্তিকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ছেড়ে দেয়।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার রফিক সরদার (২২), স্থানীয় শামসু মাস্টার পাড়ার আব্দুস সালাম শেখ (২৪), শাহাদৎ মেম্বার পাড়ার ফরিদ শিকদার (৩০) ও নুরু মন্ডল পাড়ার জসিম উদ্দিন (৩৭)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালত ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন করোনার কারণে সারাদেশে লকডাউন চলায় গণপরিবহন চলাচল বন্ধ ছিল। নতুন করে সরকারিভাবে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হওয়ায় দৌলতদিয়া ঘাটে এক শ্রেণীর দালালরা বেশ তৎপর হয়ে উঠে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী বিভিন্ন ধরনের যানবাহন আগে ফেরিতে তুলে দেওয়ার নাম করে চালক ও সহকারীদের কাছ থেকে বাড়তি টাকার বিনিময়ে ফেরির টিকিট সংগ্রহের অভিযোগে থানা পুলিশ শুক্রবার সকালে উল্লেখিত চার ব্যক্তিকে আটক করে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় চার দালালের অর্থদন্ড

পোস্ট হয়েছেঃ ০৭:২৬:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৬ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে অবৈধভাবে চালকদের কাছ থেকে বাড়তি টাকা নিয়ে ফেরিতে গাড়ি আগে উঠিয়ে দেওয়ার অভিযোগে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ চার ব্যক্তিকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেককে তিন হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করে ছেড়ে দেয়।

দন্ডপ্রাপ্তরা হলো গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ওমর আলী মোল্লার পাড়ার রফিক সরদার (২২), স্থানীয় শামসু মাস্টার পাড়ার আব্দুস সালাম শেখ (২৪), শাহাদৎ মেম্বার পাড়ার ফরিদ শিকদার (৩০) ও নুরু মন্ডল পাড়ার জসিম উদ্দিন (৩৭)। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল্লাহ আল-মামুন।

ভ্রাম্যমান আদালত ও থানা পুলিশ জানায়, দীর্ঘদিন করোনার কারণে সারাদেশে লকডাউন চলায় গণপরিবহন চলাচল বন্ধ ছিল। নতুন করে সরকারিভাবে গণপরিবহন চালুর সিদ্ধান্ত হওয়ায় দৌলতদিয়া ঘাটে এক শ্রেণীর দালালরা বেশ তৎপর হয়ে উঠে। দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকাগামী বিভিন্ন ধরনের যানবাহন আগে ফেরিতে তুলে দেওয়ার নাম করে চালক ও সহকারীদের কাছ থেকে বাড়তি টাকার বিনিময়ে ফেরির টিকিট সংগ্রহের অভিযোগে থানা পুলিশ শুক্রবার সকালে উল্লেখিত চার ব্যক্তিকে আটক করে।