০৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে আরো একজন করোনা পজিটিভ, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম রোগীর চিকিৎসা শুরু

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরো একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম করোনা আক্রান্ত রোগী ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের বাসিন্দা। এই নিয়ে গোয়ালন্দে মোট ২৩ জন করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০ জন্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি সবাই চিকিৎসাধীন আছেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সোহেল রানার বাবার শরীরে কয়েকদিন ধরে জ¦র, শর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত ৮ জুন তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার দুপুরে তাঁর করোনার পজিটিভ হিসেবে রিপোর্ট আসলে বিষয়টি জানার পর জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে অবগত করা হয়। পরবর্তীতে সিভিল সার্জনের পরামর্শে শনিবার দুপুরে তাঁর বাড়ি থেকে এনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এই প্রথম কোন করোনা রোগী হিসেবে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই তাঁকে চিকিৎসা প্রদান করা হবে। ১৪ দিন পর পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান গোয়ালন্দ আইডডিয়াল হাই স্কুলের শিক্ষক রিয়াজুল ইসলাম। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার তিন দিন পর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে এই ব্যক্তিসহ ১৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে আরো একজন করোনা পজিটিভ, স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম রোগীর চিকিৎসা শুরু

পোস্ট হয়েছেঃ ০৩:১৮:১৪ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২০

রাজবাড়ীমেইল ডেস্কঃ রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরো একজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম করোনা আক্রান্ত রোগী ভর্তি করে চিকিৎসা শুরু হয়েছে। তিনি গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বকারটিলা গ্রামের বাসিন্দা। এই নিয়ে গোয়ালন্দে মোট ২৩ জন করোনা পজিটিভ হিসেবে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ১০ জন্য সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন। বাকি সবাই চিকিৎসাধীন আছেন।

সংবাদের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী সোহেল রানার বাবার শরীরে কয়েকদিন ধরে জ¦র, শর্দিসহ করোনার উপসর্গ দেখা দেয়। পরবর্তীতে গত ৮ জুন তাঁর শরীর থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়। আজ শনিবার দুপুরে তাঁর করোনার পজিটিভ হিসেবে রিপোর্ট আসলে বিষয়টি জানার পর জেলার সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলামকে অবগত করা হয়। পরবর্তীতে সিভিল সার্জনের পরামর্শে শনিবার দুপুরে তাঁর বাড়ি থেকে এনে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

তিনি আরো জানান, এই প্রথম কোন করোনা রোগী হিসেবে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে ভর্তি করার সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত মতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানেই তাঁকে চিকিৎসা প্রদান করা হবে। ১৪ দিন পর পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হবে। এ নিয়ে গোয়ালন্দ উপজেলায় মোট ২৩ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। এরমধ্যে গত ৫ জুন করোনায় আক্রান্ত হয়ে মারা যান গোয়ালন্দ আইডডিয়াল হাই স্কুলের শিক্ষক রিয়াজুল ইসলাম। করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়ার তিন দিন পর করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হন। আক্রান্তদের মধ্যে এই ব্যক্তিসহ ১৩ জন আইসোলেশনে চিকিৎসাধীন আছেন। বাকি সবাই সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।