ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মা দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপিত হয়।
“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” এই শ্লাোগানকে সামনে রেখে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য নূরজাহান চৌধুরী, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, দুদুখানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসরিন আক্তার প্রমূখ।