০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় দারিদ্র বিমোচন কর্মকর্তা নিহত

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মারা যান গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান (৫১)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার তেঘুরী গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে।

সড়ক দুর্ঘটনায় স্বামী গুরুতর আহত হওয়ার খবর পেয়ে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন স্ত্রী জোসনা খাতুন। হাসপাতলে এসেই দেখেন তাঁর স্বামী আর বেঁচে নেই। এসময় তিনি হাউ মাউ করে কাঁদতে থাকেন।

স্ত্রী জোসনা খাতুন জানান, ভোরে সেহেরী খেয়ে তিনি ও তাঁর স্বামী দুইজন রোজা আছেন। ফজরের নামাজ আদায় করে তারা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এসময় সাড়ে চার বয়সী ছেলে মাহফুজুর রহমান ও ১৮ মাস বয়সী মেয়ে সাদিয়াকে সাবধানে দেখে রাখতে বলেন। রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কায় বাড়ির বাইরে যেতে বারন করেন। স্থানীয় দোকান থেকে মেয়ের জন্য হালকা কিছু খাবার কিনে বের হন।

এসময় তার কোলে শিশু কন্যা ও পাশে ছেলে বসা। বাবা কোথায় জানতে চাইলে চেলে বলে, ‘বাবা বাজারে কাজে গেছে। আবার আসবে।” সে জানেনা বাবা বেঁচে নেই। আর কোন দিন বাজার থেকে ফিরে আসবে না।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আক্তার হোসেন জানান, মুজিবুর রহমান সকাল সাড়ে ৯টার দিকে অফিসে আসেন। প্রাথমিক ঋনের কাজ শেষ করে গোয়ালন্দ বাজারের উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণ পর খবর পান ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ট্রাকের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে দেখি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সোয়া দশটার দিকে মুজিবুর রহমান বাসষ্ট্যান্ড দিয়ে অফিসের মোটরসাইকেল (ময়মনসিংহ হ-১১-১৯৮৬) চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৫১৬) পাশ কাটিয়ে দ্রুত যাওয়ার সময় মোটরসাইকেলের পিছনে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ জানান, সকাল সাড়ে দশটার দিকে তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর মাথার পিছনের দিকে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। গাড়ির মালিক পক্ষ ও নিহতের পরিবারের লোকজন থানায় আছে। আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় দারিদ্র বিমোচন কর্মকর্তা নিহত

পোস্ট হয়েছেঃ ১১:৩৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বৃহস্পতিবার সকালে রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে পড়ে মারা যান গোয়ালন্দ উপজেলার সহকারী দারিদ্র বিমোচন কর্মকর্তা মো. মুজিবুর রহমান (৫১)। তিনি মানিকগঞ্জের সাটুরিয়া থানার তেঘুরী গ্রামের মৃত মোজাম্মেল হক এর ছেলে।

সড়ক দুর্ঘটনায় স্বামী গুরুতর আহত হওয়ার খবর পেয়ে বেলা ১১টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে আসেন স্ত্রী জোসনা খাতুন। হাসপাতলে এসেই দেখেন তাঁর স্বামী আর বেঁচে নেই। এসময় তিনি হাউ মাউ করে কাঁদতে থাকেন।

স্ত্রী জোসনা খাতুন জানান, ভোরে সেহেরী খেয়ে তিনি ও তাঁর স্বামী দুইজন রোজা আছেন। ফজরের নামাজ আদায় করে তারা ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হন। এসময় সাড়ে চার বয়সী ছেলে মাহফুজুর রহমান ও ১৮ মাস বয়সী মেয়ে সাদিয়াকে সাবধানে দেখে রাখতে বলেন। রাস্তায় বের হলে দুর্ঘটনা ঘটতে পারে আশঙ্কায় বাড়ির বাইরে যেতে বারন করেন। স্থানীয় দোকান থেকে মেয়ের জন্য হালকা কিছু খাবার কিনে বের হন।

এসময় তার কোলে শিশু কন্যা ও পাশে ছেলে বসা। বাবা কোথায় জানতে চাইলে চেলে বলে, ‘বাবা বাজারে কাজে গেছে। আবার আসবে।” সে জানেনা বাবা বেঁচে নেই। আর কোন দিন বাজার থেকে ফিরে আসবে না।

উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আক্তার হোসেন জানান, মুজিবুর রহমান সকাল সাড়ে ৯টার দিকে অফিসে আসেন। প্রাথমিক ঋনের কাজ শেষ করে গোয়ালন্দ বাজারের উদ্দেশ্যে বের হন। কিছুক্ষণ পর খবর পান ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্ট্যান্ডে ট্রাকের সাথে সংঘর্ষে তিনি গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে দ্রুত হাসপাতালে এসে দেখি মারা গেছেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সোয়া দশটার দিকে মুজিবুর রহমান বাসষ্ট্যান্ড দিয়ে অফিসের মোটরসাইকেল (ময়মনসিংহ হ-১১-১৯৮৬) চালিয়ে বাজারে যাচ্ছিলেন। এসময় ঢাকামুখী পণ্যবাহী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৩-২৫১৬) পাশ কাটিয়ে দ্রুত যাওয়ার সময় মোটরসাইকেলের পিছনে আঘাত করে। এতে তিনি মোটরসাইকেল থেকে মহাসড়কে পড়ে মাথায় আঘাত পান। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শাহ মো. শরীফ জানান, সকাল সাড়ে দশটার দিকে তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়। তাঁর মাথার পিছনের দিকে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত পাওয়ায় তাঁর মৃত্যু হয়েছে।

গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন জানান, ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক রয়েছে। গাড়ির মালিক পক্ষ ও নিহতের পরিবারের লোকজন থানায় আছে। আইনগত কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।