নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে খ্রিষ্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড় দিন উদযাপন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে দিবসটি উপলক্ষে রাজবাড়ী ব্যাপটিষ্ট চার্চে কেঁক কেটে আনুষ্ঠানিক ভাবে বড় দিনের অনুষ্ঠান কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় চার্চের পালক জেমস হালদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান সফিকুল মোরশেদ আরুজ এবং পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান। আমন্ত্রিত অতিথি ছাড়াও স্থানীয় সূধিজন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খ্রিষ্টান ধর্মালম্বীরা শুভেচ্ছা বিনিময় করে কেঁক কাটেন। এরআগে সকালে চার্চে প্রার্থনা সভা ও শুভেচ্ছা বিনিময় করা হয়।