বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

ফরিদপুরে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা

Reporter Name / ৭৮ Time View
Update Time : বুধবার, ২৩ অক্টোবর ২০২৪, ১২:০৩ পূর্বাহ্ন

মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে নাটাবের যক্ষা বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার সকাল ১০ টায় স্থানীয় পরিচর্যা হসপিটালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। নাটাব ফরিদপুর জেলা শাখার সভাপতি সৈয়দ নাজমুল হোসেন লোচন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডাঃ মো. সিদ্দিকুর রহমান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ চিকিৎসক ও স্বাচিবের সাবেক সভাপতি ডাঃ এম এ জলিল।

অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে যক্ষা প্রতিরোধে ইমাম ও মুয়াজ্জিনদের ভুমিকা প্রসঙ্গে বলেন, মসজিদে যক্ষা প্রতিরোধে করনীয় বিষয়গুলো মুসল্লিদের মাঝে প্রচার করে সচেতননাতা বৃদ্ধি করা সম্ভব যক্ষ্মা ব্যাকটেরিয়াজনিত রোগ নিয়মিতভাবে নির্দিষ্ট মেয়াদে নির্দিষ্ট মাত্রার ওষুধ সেবনে মানুষের শরীরে থাকা যক্ষ্মার জীবাণু ধ্বংস হয়। তাই যাদের যক্ষা হয়েছে তারা যদি নিয়মিত ভাবে ওষুধ খান তাহলে দ্রুত সম্পুন সুস্থ্য হয়ে ওঠা সম্ভব। অনুষ্ঠানটি পরিচালনা করেন নাটাবের ফিল্ড লেভেল স্টাফ মোহাম্মদ কামরুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.