০৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোয়ালন্দে আ.লীগের বিক্ষোভ

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোয়ালন্দ বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাংচুরের বিচার চেয়ে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় ।

উল্লেখ্য, ১৪ অক্টেবর রাতে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মন পাড়া দূর্গামন্দির, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, পশ্চিম কালুডাঙ্গা গোবিন্দ মন্দির, নেফড়া সার্বজনীন দূর্গা মন্দির ও থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির এবং বেগমগঞ্জ ইউনিয়নের একটি দূর্গা মন্দিরসহ ৮টি মন্দির ও কুড়িগ্রাম সদরের সোবনদাহে ২টি মন্দিরে দূর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও মন্দির সংলগ্ন বাড়ি ঘর ভাংচুর এবং লুটপাট করে ও রংপুরের পীরগঞ্জে বটের হাট জেলে পাড়ায় হিন্দুদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে গোয়ালন্দে আ.লীগের বিক্ষোভ

পোস্ট হয়েছেঃ ১০:৫৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গোয়ালন্দ বাজার সহ শহরের বিভিন্ন জায়গায় প্রদক্ষিন করে আওয়ামী লীগ কার্যালয়ে এসে শেষ হয়।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি ছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য মো. ইউনুস মোল্লা সহ উপজেলা, পৌর, ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ, কৃষক লীগের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা হিন্দুদের মন্দির ও প্রতিমা ভাংচুরের বিচার চেয়ে প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায় ।

উল্লেখ্য, ১৪ অক্টেবর রাতে কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পশ্চিম কালুডাঙ্গা ব্রাহ্মন পাড়া দূর্গামন্দির, পশ্চিম কালুডাঙ্গা সার্বজনীন দূর্গা মন্দির, পশ্চিম কালুডাঙ্গা গোবিন্দ মন্দির, নেফড়া সার্বজনীন দূর্গা মন্দির ও থেতরাই ইউনিয়নের হোকডাঙ্গা ভারতপাড়া সার্বজনীন দূর্গা মন্দির এবং বেগমগঞ্জ ইউনিয়নের একটি দূর্গা মন্দিরসহ ৮টি মন্দির ও কুড়িগ্রাম সদরের সোবনদাহে ২টি মন্দিরে দূর্বৃত্তরা হামলা চালিয়ে মন্দিরসহ প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নিসংযোগ ও মন্দির সংলগ্ন বাড়ি ঘর ভাংচুর এবং লুটপাট করে ও রংপুরের পীরগঞ্জে বটের হাট জেলে পাড়ায় হিন্দুদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ করে একদল দুর্বৃত্ত।