০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

পাংশায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন

মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংসের যে ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধীরা করেছিল তা আজও অব্যাহত আছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি জুম ভিডিও কনফারেন্সের মধ্যমে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধনের পর ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম নামফলক প্রদর্শন করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

পাংশায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ১০:১৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২০

মোক্তার হোসেনঃ রাজবাড়ী জেলার পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম। তিনি জুম ভিডিও কনফারেন্সের মাধ্যমে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধন করেন।

পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান ওদুদ, পাংশা পৌরসভার মেয়র আব্দুল আল মাসুদ বিশ্বাস, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন, পাংশা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য উত্তম কুমার কুন্ডু প্রমূখ বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার চাঁদ আলী খান। উপস্থাপনা করেন পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধ্বংসের যে ষড়যন্ত্র স্বাধীনতা বিরোধীরা করেছিল তা আজও অব্যাহত আছে। তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল শ্রেণি পেশার মানুষের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

অনুষ্ঠানে পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, এসিল্যান্ড নুজহাত তাসনীম আওন, উপজেলা প্রকৌশলী মো. হাবিবুর রহমান ও মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি জুম ভিডিও কনফারেন্সের মধ্যমে মুক্তিযোদ্ধা অফিস উদ্বোধনের পর ইউএনও মোহাম্মদ রফিকুল ইসলাম নামফলক প্রদর্শন করেন।