০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ১০ ঘন্টা বন্ধের পর ফেরি চালু, দীর্ঘ যানজট

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ কুয়াশার কারণে রোববার দিবাগত রাত সাড়ে এগারটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে ১০ ঘন্টা ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ১০ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিতে থাকা যানবাহনের কয়েকশ যাত্রীসহ উভয় ঘাটের মহাসড়কগুলোতে থাকা কয়েক হাজার যাত্রী শীত ও কুয়াশায় দুর্ভোগে পড়েন। ঢাকা-খুলনা মহাসড়ে ঢাকাগামী তিন কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট তৈরী হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দুই দিন ধরে ঘন কুয়াশা পড়তে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার সন্ধ্যার পর থেকে পুনরায় কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে রাত বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে। পরে ফেরিগুলো নদীতেই নোঙর করে থাকতে বাধ্য হয়। রাত শেষে টানা সাড়ে ১০ ঘন্টা পর আজ সোমবার সকাল ১০ টার দিকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি ছাড়া শুরু করে। এসময় দৌলতদিয়া প্রান্তে আরো ৭টি এবং বাকি সব ফেরি পাটুরিয়া ঘাটেই নোঙর করে ছিল।

চুয়াডাঙ্গা থেকে ভুট্রা বোঝাই করে আসা গাজীপুরের মাওনাগামী ট্রাক চালক রাসেল খন্দকার বলেন, রোববার রাত ৯টার দিকে ঘাটে  তিন ঘন্টার মতো বসে থাকার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। যে কারণে সারারাত গাড়িতেই বসে সময় পার করেছি।

গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আসা স্টার লাইন পরিবহনের যাত্রী পিন্টু খান বলেন, ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি। সকালে অফিস করার কথা। এ কারণে রোববার রাতেই রওয়ানা করে ১১টার দিকে ঘাটে এসে আটকা পড়ি। সারারাত বাসেই বসে সময় কাটিয়েছি। এখন আর থাকতে পারছি না। তাই লঞ্চ বা বিকল্প উপায়ে নদী পাড়ি দেওয়ার চেষ্টা করছি।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়া-পাটুরিয়া রুটে সাড়ে ১০ ঘন্টা বন্ধের পর ফেরি চালু, দীর্ঘ যানজট

পোস্ট হয়েছেঃ ০৪:৩২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৮ জানুয়ারী ২০২১

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ কুয়াশার কারণে রোববার দিবাগত রাত সাড়ে এগারটা থেকে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় সাড়ে ১০ ঘন্টা ফেরি সহ অন্যান্য নৌযান চলাচল বন্ধ ছিল। সোমবার সকাল ১০ টার দিকে কুয়াশা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। ফেরিতে থাকা যানবাহনের কয়েকশ যাত্রীসহ উভয় ঘাটের মহাসড়কগুলোতে থাকা কয়েক হাজার যাত্রী শীত ও কুয়াশায় দুর্ভোগে পড়েন। ঢাকা-খুলনা মহাসড়ে ঢাকাগামী তিন কিলোমিটারের বেশি দীর্ঘ যানজট তৈরী হয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, দুই দিন ধরে ঘন কুয়াশা পড়তে থাকায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে। রোববার সন্ধ্যার পর থেকে পুনরায় কুয়াশা পড়তে থাকলে নৌযান চলাচল ব্যাহত হয়। এক পর্যায়ে রাত বাড়ার সাথে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে কর্তৃপক্ষ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা থেকে ফেরি ছাড়া বন্ধ করে দেয়। এর আগে উভয় ঘাট থেকে ছেড়ে যাওয়া ছোট-বড় পাঁচটি ফেরি মাঝ নদীতে গিয়ে আটকে পড়ে। পরে ফেরিগুলো নদীতেই নোঙর করে থাকতে বাধ্য হয়। রাত শেষে টানা সাড়ে ১০ ঘন্টা পর আজ সোমবার সকাল ১০ টার দিকে কুয়াশা কমতে শুরু করলে ফেরি ছাড়া শুরু করে। এসময় দৌলতদিয়া প্রান্তে আরো ৭টি এবং বাকি সব ফেরি পাটুরিয়া ঘাটেই নোঙর করে ছিল।

চুয়াডাঙ্গা থেকে ভুট্রা বোঝাই করে আসা গাজীপুরের মাওনাগামী ট্রাক চালক রাসেল খন্দকার বলেন, রোববার রাত ৯টার দিকে ঘাটে  তিন ঘন্টার মতো বসে থাকার পর জানতে পারি ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে। যে কারণে সারারাত গাড়িতেই বসে সময় পার করেছি।

গোপালগঞ্জ কোটালীপাড়া থেকে আসা স্টার লাইন পরিবহনের যাত্রী পিন্টু খান বলেন, ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকুরী করি। সকালে অফিস করার কথা। এ কারণে রোববার রাতেই রওয়ানা করে ১১টার দিকে ঘাটে এসে আটকা পড়ি। সারারাত বাসেই বসে সময় কাটিয়েছি। এখন আর থাকতে পারছি না। তাই লঞ্চ বা বিকল্প উপায়ে নদী পাড়ি দেওয়ার চেষ্টা করছি।