০৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৌলতদিয়ায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরগন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বুধবার শপথ শেষে বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকায় ফিরেন রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। দুই মেয়রসহ সকল কাউন্সিলর দৌলতদিয়া ফেরিঘাটে পৌছলে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন গোয়ালন্দ পৌরসভার আওয়ামী লীগ মনোনিত নৌকার বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌরসভার আ.লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতুসহ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ। এসময় পৌরসভার কর্মকর্তাসহ বিভাগী কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

২০০০ সালে গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারী চতুর্থ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম দলীয় প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল বিজয়ী হন। ১৬ হাজার ৫৪৮জন ভোটারের মধ্যে ৬ হাজার ৯০৪ ভোট পান। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) পান ৬ হাজার ২৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট।

নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, ৩নম্বর ওয়ার্ডের শাহিন মোল্লা, ৪নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৫নম্বর ওয়ার্ডের মো. সুজন মোল্লা, ৬নম্বর ওয়ার্ডের কার্তিক চন্দ্র ঘোষ, ৭নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমান, ৮নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মৃধা এবং ৯নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিন রনি। সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফিয়া আক্তার টফি, ২নম্বর ওয়ার্ডের সাহিদা বেগম এবং ৩নম্বর ওয়ার্ডের শাহানাজ আক্তার শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে ঢাকা নামক ফেরিতে পৌছেন। প্রথমে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ফেরি থেকে নামলে রাজবাড়ী থেকে আসা নেতৃবৃন্দ ছাড়াও শুভাকাঙ্খীরা তাঁকে ফুলে দিয়ে বরণ করেন। পরে আগত ব্যক্তিদের সাথে করে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে চলে যান।

ফেরিঘাটে স্থাপিত সংবর্ধনা মঞ্চে মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল।

নজরুল মন্ডল ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ। গোয়ালন্দ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম মন্ডল বলেন, মহান সৃষ্টি কর্তার সাথে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মনোনিত নৌকা প্রতিকে নির্বাচনে পৌরবাসী আমাকে বিজয়ী করেছেন। গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার ১৯ বছর পর এই প্রথম দলীয় মেয়র নির্বাচিত হলেন। এর আগে স্বতন্ত্র ব্যক্তি মেয়র নির্বাচিত হয়েছেন। প্রথম শ্রেনীর গোয়ালন্দ পৌরসভার কোন উন্নয়ন হয়নি। অবহেলিত পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগনের সেবক হয়ে পৌরসভার উন্নয়ন করতে চাই।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

দৌলতদিয়ায় ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন নবনির্বাচিত পৌর মেয়র ও কাউন্সিলরগন

পোস্ট হয়েছেঃ ১১:৪২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ বুধবার শপথ শেষে বৃহস্পতিবার দুপুরে নিজ এলাকায় ফিরেন রাজবাড়ী পৌরসভার নবনির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু ও গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল। দুই মেয়রসহ সকল কাউন্সিলর দৌলতদিয়া ফেরিঘাটে পৌছলে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

বুধবার বিকেলে ঢাকা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ গ্রহণ করেন গোয়ালন্দ পৌরসভার আওয়ামী লীগ মনোনিত নৌকার বিজয়ী প্রার্থী নজরুল ইসলাম মন্ডল, রাজবাড়ী পৌরসভার আ.লীগের বিদ্রোহী বিজয়ী মেয়র আলমগীর শেখ তিতুসহ সাধারণ ওয়ার্ড কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরবৃন্দ। এসময় পৌরসভার কর্মকর্তাসহ বিভাগী কমিশনার কার্যালয়ের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। শপথবাক্য পাঠ করান ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

২০০০ সালে গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার পর চতুর্থ দফায় ১৪ ফেব্রুয়ারী চতুর্থ পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই প্রথম দলীয় প্রার্থী হিসেবে নৌকার প্রার্থী, পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম মন্ডল বিজয়ী হন। ১৬ হাজার ৫৪৮জন ভোটারের মধ্যে ৬ হাজার ৯০৪ ভোট পান। নিকটতম স্বতন্ত্র প্রার্থী সাবেক মেয়র শেখ মো. নিজামের ছোট ভাই, শেখ মো. নজরুল ইসলাম (জগ) পান ৬ হাজার ২৮৭ ভোট এবং জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী, সাংবাদিক হেলাল মাহমুদ পেয়েছেন ১২৯ ভোট।

নবনির্বাচিত মেয়র নজরুল ইসলাম মন্ডল ছাড়াও শপথ বাক্য পাঠ করেন ১নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নিজাম উদ্দিন শেখ, ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোশারফ হোসেন কুটিন, ৩নম্বর ওয়ার্ডের শাহিন মোল্লা, ৪নম্বর ওয়ার্ডের মো. ফজলুল হক, ৫নম্বর ওয়ার্ডের মো. সুজন মোল্লা, ৬নম্বর ওয়ার্ডের কার্তিক চন্দ্র ঘোষ, ৭নম্বর ওয়ার্ডের মো. খলিলুর রহমান, ৮নম্বর ওয়ার্ডের মো. আলাউদ্দিন মৃধা এবং ৯নম্বর ওয়ার্ডের নাসির উদ্দিন রনি। সংরক্ষিত ১নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মাফিয়া আক্তার টফি, ২নম্বর ওয়ার্ডের সাহিদা বেগম এবং ৩নম্বর ওয়ার্ডের শাহানাজ আক্তার শপথ নিয়েছেন।

বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাটে ঢাকা নামক ফেরিতে পৌছেন। প্রথমে রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু ফেরি থেকে নামলে রাজবাড়ী থেকে আসা নেতৃবৃন্দ ছাড়াও শুভাকাঙ্খীরা তাঁকে ফুলে দিয়ে বরণ করেন। পরে আগত ব্যক্তিদের সাথে করে তিনি রাজবাড়ীর উদ্দেশ্যে চলে যান।

ফেরিঘাটে স্থাপিত সংবর্ধনা মঞ্চে মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ কাউন্সিলরদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল।

নজরুল মন্ডল ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের জ্যেষ্ঠ সহসভাপতি শহিদুল ইসলাম খান, গোলজার হোসেন মৃধা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সুজ্জল, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয় প্রমূখ। গোয়ালন্দ উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নজরুল ইসলাম মন্ডল বলেন, মহান সৃষ্টি কর্তার সাথে আওয়ামী লীগ প্রধান জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর মনোনিত নৌকা প্রতিকে নির্বাচনে পৌরবাসী আমাকে বিজয়ী করেছেন। গোয়ালন্দ পৌরসভা প্রতিষ্ঠার ১৯ বছর পর এই প্রথম দলীয় মেয়র নির্বাচিত হলেন। এর আগে স্বতন্ত্র ব্যক্তি মেয়র নির্বাচিত হয়েছেন। প্রথম শ্রেনীর গোয়ালন্দ পৌরসভার কোন উন্নয়ন হয়নি। অবহেলিত পৌরসভার উন্নয়নে সকলের সহযোগিতা প্রয়োজন। জনগনের সেবক হয়ে পৌরসভার উন্নয়ন করতে চাই।