০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা নিহত ৩, গুরুতর আহত ৩

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারী) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (চালক) (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

প্রত্যক্ষদর্শী এনায়েত শেখ জানান, গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেটির পেছনে দ্রুত গতিতে যাচ্ছিল একটি প্রাইভেটকার। নিমতলা রেলগেট এলাকায় এসে স্পিড ব্রেকারে সামনের ট্রাকটি ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের ভেতরে থাকা আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

ট্রাকের পিছনে প্রাইভেটকারের ধাক্কা নিহত ৩, গুরুতর আহত ৩

পোস্ট হয়েছেঃ ০৮:২৯:০০ অপরাহ্ন, সোমবার, ৩১ জানুয়ারী ২০২২

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর সদর উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৩ জন নিহত ও আরো ৩ জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৩০ জানুয়ারী) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মৃত আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫০), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলবীর ছেলে মাসুদ মৌলবী (চালক) (৫৫) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪০)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

প্রত্যক্ষদর্শী এনায়েত শেখ জানান, গোয়ালন্দ মোড় থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল একটি ট্রাক। সেটির পেছনে দ্রুত গতিতে যাচ্ছিল একটি প্রাইভেটকার। নিমতলা রেলগেট এলাকায় এসে স্পিড ব্রেকারে সামনের ট্রাকটি ব্রেক করলে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ তিন জন ঘটনাস্থলেই নিহত হন। প্রাইভেটকারের ভেতরে থাকা আরও দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাইভেটকারটি ঢাকা-খুলনা মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের নিমতলা রেলক্রসিং এলাকায় পৌঁছলে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।