০৭:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০২৪, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মাদ্রাসায় চাকরী দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের আফড়া ইসলামীয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরী দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীরুল ইসলাম হাসান এবং মাদ্রাসার প্রিন্সিপাল ইমদাদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী চাকরী প্রার্থী একই ইউনিয়নের (চন্দনী) হরিণধরা গ্রামের শরিফুল ইসলাম রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী সোমবার সকালে সরেজমিনে তদন্ত করার জন্য মাদ্রাসায় যান এবং পক্ষদ্বয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। আগামী ৪ ডিসেম্বর ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযোগকারী শরিফুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, গত ২৪/০৬/২০২০ইং তারিখে একটি জাতীয় পত্রিকায় মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমি ওই পদে আবেদন করার পর মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপাল আমার সাথে যোগাযোগ করে চাকরীর জন্য ৯ লাখ টাকা চান। আলোচনার মাধ্যমে ৭ লাখ টাকায় সমঝোতা হয়। এরপর আমি ০৮ নভেম্বর ও ০৯ নভেম্বর তারিখে দুই দফায় সভাপতির ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার একাউন্টে ২ লাখ টাকা জমা দেই। ১৫/১১/২০২০ইং তারিখে দুই জন সাক্ষীর মাধ্যমে নগদে আরও ৩ লাখ টাকা সভাপতিকে দেই। পরবর্তীতে বিভিন্নভাবে জানতে পারি মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপাল চাকরী দেওয়ার কথা বলে আমার মতো অন্য প্রার্থীদের কাছ থেকেও মোটা অংকের টাকা গ্রহণ করেছেন। আমি হতবিহবল হয়ে সভাপতি ও প্রিন্সিপালের সাথে যোগাযোগ করলে তারা আমাকে এড়িয়ে চলতে থাকেন। এমনকি চুক্তির বাকী ২ লাখ টাকা নেয়া কিংবা চাকরীর নিশ্চয়তা দেয়া থেকে বিরত থাকেন। এ অবস্থায় নিরুপায় হয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। আমি গরীব মানুষ, ধার-দেনা করে টাকা দিয়েছি। চাকরী না হলে বা টাকাটা মার গেলে আমি শেষ হয়ে যাবো।

রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, তদন্তকালে অভিযোগকারী ও অভিযুক্ত দু’পক্ষই উপস্থিত ছিলেন। তারা যে বক্তব্য দিয়েছেন তা এখনো যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ প্রমাণীত হলে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সভাপতির বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে (অধিদপ্তরে) অবহিত করা হবে। তারা সিদ্ধান্ত জানাবেন যে, আগামী ৪ডিসেম্বর উক্ত পদে নিয়োগের পরীক্ষা হবে-নাকি স্থগিত থাকবে।
অভিযোগ প্রসঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তানভীরুল ইসলাম দাবী করেন, রাজনৈতিক ও ব্যবসায়ীক কারণে তার সাথে অর্থনৈতিক লেনদেন হয়েছে। চাকরী দেওয়ার কথা বলে টানা নেওয়ার অভিযোগ সত্য নয়।

মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল ইসলামও চাকরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

বালিয়াকান্দিতে আনারস প্রতীকের দুই সমর্থকে হাতুড়ী পিটিয়ে জখমের অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে

রাজবাড়ীতে মাদ্রাসায় চাকরী দেওয়ার কথা বলে অর্থ আত্মসাতের অভিযোগ

পোস্ট হয়েছেঃ ০৯:৫৯:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলা সদরের চন্দনী ইউনিয়নের আফড়া ইসলামীয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে চাকরী দেওয়ার কথা বলে এক ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক তানভীরুল ইসলাম হাসান এবং মাদ্রাসার প্রিন্সিপাল ইমদাদুল ইসলামের বিরুদ্ধে এ অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে ভুক্তভোগী চাকরী প্রার্থী একই ইউনিয়নের (চন্দনী) হরিণধরা গ্রামের শরিফুল ইসলাম রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগের প্রেক্ষিতে রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী সোমবার সকালে সরেজমিনে তদন্ত করার জন্য মাদ্রাসায় যান এবং পক্ষদ্বয়সহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। আগামী ৪ ডিসেম্বর ওই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

অভিযোগকারী শরিফুল ইসলাম রাজবাড়ীমেইলকে বলেন, গত ২৪/০৬/২০২০ইং তারিখে একটি জাতীয় পত্রিকায় মাদ্রাসায় অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর পদে ১ জন লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আমি ওই পদে আবেদন করার পর মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপাল আমার সাথে যোগাযোগ করে চাকরীর জন্য ৯ লাখ টাকা চান। আলোচনার মাধ্যমে ৭ লাখ টাকায় সমঝোতা হয়। এরপর আমি ০৮ নভেম্বর ও ০৯ নভেম্বর তারিখে দুই দফায় সভাপতির ব্র্যাক ব্যাংকের রাজবাড়ী শাখার একাউন্টে ২ লাখ টাকা জমা দেই। ১৫/১১/২০২০ইং তারিখে দুই জন সাক্ষীর মাধ্যমে নগদে আরও ৩ লাখ টাকা সভাপতিকে দেই। পরবর্তীতে বিভিন্নভাবে জানতে পারি মাদ্রাসার সভাপতি ও প্রিন্সিপাল চাকরী দেওয়ার কথা বলে আমার মতো অন্য প্রার্থীদের কাছ থেকেও মোটা অংকের টাকা গ্রহণ করেছেন। আমি হতবিহবল হয়ে সভাপতি ও প্রিন্সিপালের সাথে যোগাযোগ করলে তারা আমাকে এড়িয়ে চলতে থাকেন। এমনকি চুক্তির বাকী ২ লাখ টাকা নেয়া কিংবা চাকরীর নিশ্চয়তা দেয়া থেকে বিরত থাকেন। এ অবস্থায় নিরুপায় হয়ে আমি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছি। আমি গরীব মানুষ, ধার-দেনা করে টাকা দিয়েছি। চাকরী না হলে বা টাকাটা মার গেলে আমি শেষ হয়ে যাবো।

রাজবাড়ী জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শামসুন্নাহার চৌধুরী বলেন, তদন্তকালে অভিযোগকারী ও অভিযুক্ত দু’পক্ষই উপস্থিত ছিলেন। তারা যে বক্তব্য দিয়েছেন তা এখনো যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগ প্রমাণীত হলে প্রিন্সিপালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার পাশাপাশি কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে সভাপতির বিষয়েও ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া সার্বিক বিষয়ে কর্তৃপক্ষকে (অধিদপ্তরে) অবহিত করা হবে। তারা সিদ্ধান্ত জানাবেন যে, আগামী ৪ডিসেম্বর উক্ত পদে নিয়োগের পরীক্ষা হবে-নাকি স্থগিত থাকবে।
অভিযোগ প্রসঙ্গে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি তানভীরুল ইসলাম দাবী করেন, রাজনৈতিক ও ব্যবসায়ীক কারণে তার সাথে অর্থনৈতিক লেনদেন হয়েছে। চাকরী দেওয়ার কথা বলে টানা নেওয়ার অভিযোগ সত্য নয়।

মাদ্রাসার প্রিন্সিপাল এমদাদুল ইসলামও চাকরী দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেন।